শহীদ রাজু ভাস্কর্য (চাঁদপুর)

১৯৯০ সালের আন্দোলনে নিহত চাঁদপুর সরকারি কলেজের ছাত্র রাজু স্মরণে নির্মিত একটি ভাস্কর্য

রাজু ভাস্কর্য হল চাঁদপুর জেলার অন্তর্গত চাঁদপুর সদর উপজেলার এবং চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শহীদ জিয়াউর রহমান রাজু পাটওয়ারীর স্মৃতিচিহ্ন হিসেবে তৈরি করা একটি স্মৃতিসৌধ বা ভাস্কর্য[১]

রাজু ভাস্কর্য
রাজু ভাস্কর্য
সাধারণ তথ্য
অবস্থাস্মৃতিসৌধ
ধরনস্মৃতিসৌধ/ভাস্কর্য
অবস্থানচাঁদপুর সদর উপজেলা
ঠিকানারাজু চত্বর, চিত্রলেখার মোড়
শহরচাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর জেলা, চট্টগ্রাম
দেশবাংলাদেশ
খোলা হয়েছে৩ ডিসেম্বর, ২০১৮
স্বত্বাধিকারীবাংলাদেশ সরকার

ইতিহাস সম্পাদনা

১৯৯০ সালে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। ঐ আন্দোলনের সময় চাঁদপুর জেলার চাঁদপুর সরকারি কলেজের ছাত্র জিয়াউর রহমান রাজু আন্দোলন করতে গিয়ে মিছিলে পুলিশের গুলিতে নিহত হোন। যার ফলে ওনার স্মরণে এবং স্মৃতিচিহ্নস্বরূপ এই ভাস্কর্যটি তৈরি করা হয়। যা চাঁদপুর জেলা শহরের চিত্রলেখা মোড়ের রাজু চত্বরে ২০১৮ সালের ডিসেম্বরের ৩ তারিখে উন্মোচন করা হয়।

নকশা এবং স্মৃতিসৌধ নির্মাণ সম্পাদনা

এই স্মৃতিসৌধ বা ভাস্কর্যটির নকশা করেন চাঁদপুর পৌরসভার পরিকল্পনাবিদ সাজ্জাদ ইসলাম। ভাস্কর্যটির ব্যাস হচ্ছে ৪ ফিট আর উচ্চতা হচ্ছে ১২ ফিট।

রাজু ভাস্কর্যের নকশার তাৎপর্য সম্পাদনা

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নির্মাণ শেষের পথে শহীদ রাজু ভাস্কর্য"Odhikar। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৫ 

বহিঃসংযোগ সম্পাদনা