শরৎসুন্দরী দেবী

পুঠিয়া রাজবংশের জমিদার

মহারানী শরৎসুন্দরী দেবী পুঠিয়া রাজবংশের অন্যতম জমিদার ছিলেন।[১]

মহারাণী শরৎসুন্দরী দেবী
নাগরিকত্ব বাংলাদেশ
পরিচিতির কারণপুঠিয়ার জমিদার
দাম্পত্য সঙ্গীযোগেন্দ্র নারায়ণ

জন্ম পরিবার সম্পাদনা

রাজশাহীর বিখ্যাত পুঠিয়া রাজ পরিবারের তরুন জমিদান যোগেন্দ্র নারায়ণের স্ত্রী ছিলেন শরৎসুন্দরী। মাত্র ১৩ বছর বয়সে তিনি বিধবা হন।[২]

 
পুঠিয়া প্যালেস এর নামফলকে শরৎসুন্দরী দেবী এর নাম

অবদান সম্পাদনা

পুঠিয়া রাজ এর পাঁচাআনি এস্টেটের জমিদার হিসেবে তিনি ১৮৬৫ সালে দায়িত্ব্গ্রহণ করেন। শিক্ষা ও জনহিতকর কাজের পৃষ্ঠপোষক হিসেবে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ১৮৭৪ সালে তৎকালীন সরকার তাঁকে রানী এবং ১৮৭৭ সালে মহারানী উপাধিতে ভূষিত করেন।[৩]

মৃত্যু সম্পাদনা

মাত্র ৩৭ বছর বয়সে শরৎসুন্দরী কাশীতে মৃত্যুবরণ করেন।

আরো পড়ুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. রহমান, কাজী মোস্তাফিজুর। "দেবী, শরৎসুন্দরী মহারানী"বাংলাপিডিয়া। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০ 
  2. "রাজশাহীতে বিখ্যাত যারা"বাংলাদেশ জার্নাল। ৩০ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০ 
  3. "রাজশাহীর প্রখ্যাত ব্যক্তিত্ব"রাজশাহী ই আর্কাইভ। রাজশাহী সিটি কর্পোরেশন। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২০