শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায় ০৫টি জোনাল অফিস, ০২টি সাব-জোনাল অফিস, ০১টি এরিয়া অফিস এবং ০৯টি অভিযোগ কেন্দ্রের[২] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ১৯ মার্চ, ১৯৯৮ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ১৮ সেপ্টেম্বর, ২০০০ সালে।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি
শরীয়তপুর পবিস
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত১৯ মার্চ ১৯৯৮; ২৬ বছর আগে (1998-03-19)
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরনড়বালাখানা, শরীয়তপুর
যে অঞ্চলে
শরীয়তপুর জেলা, চাঁদপুরবরিশাল জেলার আংশিক
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
জেনারেল ম্যানেজার
মোঃ জুলফিকার রহমান[১]
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs.shariatpur.gov.bd

ইতিহাস সম্পাদনা

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। এ সমিতির অধীনে ১০টি উপজেলা (এরমধ্যে চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলাহাইমচর উপজেলার আংশিক এবং বরিশাল জেলার মুলাদী উপজেলাহিজলা উপজেলার আংশিক অন্তর্ভুক্ত), ৭০টি ইউনিয়ন ও ৯০৩টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর শরীয়তপুর জেলার নড়বালাখানায় অবস্থিত।

জোনাল অফিসসমূহ সম্পাদনা

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • ডামুড্যা জোনাল অফিস[৩]
  • জাজিরা জোনাল অফিস[৪]
  • নড়িয়া জোনাল অফিস[৫]
  • সখিপুর জোনাল অফিস[৬]
  • গোসাইরহাট জোনাল অফিস[৭]

সাব-জোনাল অফিস সম্পাদনা

  • ভেদরগঞ্জ সাব-জোনাল অফিস
  • নাওডোবা সাব-জোনাল অফিস

এরিয়া অফিস সম্পাদনা

  • চন্দ্রপুর এরিয়া অফিস

গ্রাহক সংখ্যা সম্পাদনা

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় তিন লক্ষ আবাসিক গ্রাহক রয়েছে।

অন্যান্য তথ্য সম্পাদনা

  • মোট আয়তন: ১২৪২.৬০৫ বর্গ কিলোমিটার
  • সিস্টেম লস: ৯.৫৪% (জুন, ২০২২ পর্যন্ত)
  • উপকেন্দ্রের সংখ্যা: ১৪টি
  • মোট নির্মিত লাইন: ৬২৬২.২৯৫ কিলোমিটার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অফিস প্রধান, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.shariatpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  2. "একনজরে, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.shariatpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  3. "ডামুড্যা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.damudya.shariatpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  4. "জাজিরা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.zajira.shariatpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  5. "নড়িয়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.naria.shariatpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  6. "কালকিনি উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.kalkini.madaripur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮ 
  7. "ভেদরগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.bhedarganj.shariatpur.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৮