শরফুদ্দীন আবু তাওয়ামা

শরফুদ্দিন আবু তাওয়ামা (আরবী: شرف الدين أبو توامة)একজন বিশিষ্ট আলেম, সূফী সাধক এবং ইসলামি আইনবিদ। বাংলাদেশের সোনারগাঁয়ে তিনি খ্রিস্টীয় ১৩ শতাব্দীতে একটি খানকাহ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ধারণা করা হয়, এটাই উপমহাদেশের সর্বপ্রথম হাদিস শিক্ষাদানের কেন্দ্র। হাদিস এবং ইসলামি আইনশাস্ত্রের পাশাপাশি তিনি ভেষজশাস্ত্র, গণিত, ভূগোল শাস্ত্র এবং রসায়ন শাস্ত্রেও একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। [২][৩]

শরফুদ্দীন আবু তাওয়ামা
জন্মবোখারা
মৃত্যু১৩০০ খ্রিস্টাব্দ
সোনারগাঁ
সমাধি স্থানমোগরাপাড়া, দরগাবাড়ি প্রাঙ্গণ
জাতীয়তাপারসিক
জাতিভুক্তএশিয়
যুগ১৩ শতাব্দী
পেশাসূফী সাধক, সমাজ সংস্কারক, আলেম
মাজহাবহানাফী
মূল আগ্রহহাদিস, ফিকহ
সুফি তরিকাসোহরাওয়ার্দী[১]
যাদেরকে প্রভাবিত করেছেন

রচনাবলী সম্পাদনা

শায়খ আবু তাওয়ামার লেখা মনজিলে মাকামাত গ্রন্থটি সুফি দর্শনের ওপর প্রাচীন বংলায় লিখিত একটি উল্লেখযোগ্য ইসলামী দর্শন গ্রন্থ বলে মনে করা হয়। তবে এ গ্রন্থটির কোন কপি পাওয়া যায়নি। এছাড়া সোনারগাঁ বিদ্যাপীঠে অবস্থানকালে শায়খ আবু তাওয়ামা ছাত্রদের উদ্দেশে যে ফিকহ বিষয়ক বক্তৃতা দিতেন, এ বক্তৃতাগুলোর সংকলনগুলো নিয়ে ফার্সি ভাষায় রচিত নামে-ই-হক নামে একটি গ্রন্থের অস্তিত্ব পাওয়া যায়। এই বইতে ১৮০টি কবিতা আছে। গ্রন্থটি ১৮৯৫ খ্রিস্টাব্দে বোম্বাই (বর্তমান মুম্বাই) থেকে এবং ১৯১৩ খ্রিস্টাব্দে কানপুর থেকে প্রকাশিত হয়। [১][৩]

সোনারগাঁ একাডেমি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. শামসুদ্দোহা চৌধুরী (৩০ আগস্ট ২০১৩)। "http://www.jugantor.com/islam-and-life/2013/08/30/24468"। দৈনিক যুগান্তর ওয়েব সংস্করণ। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৪  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. মুহাম্মাদ মুনীরুল ইসলাম (সেপ্টেম্বর ২০১২)। "ইতিহাসের এক ঝলক"। মাসিক আলকাউসার অনলাইন সংস্করণ। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৪ 
  3. "শরফুদ্দীন আবু তওয়ামা"বাংলাপিডিয়া (২য় সংস্করণ)। বাংলাদেশ: এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। ২০১২। ২৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৪ 

আরো দেখুন সম্পাদনা