ল্য ক্রিম দ্য মঁসিয়ে লঁজ

ল্য ক্রিম দ্য মঁসিয়ে লঁজ (ফরাসি: Le Crime de Monsieur Lange) হল জঁ রনোয়ার পরিচালিত ১৯৩৬ সালের ফরাসি চলচ্চিত্র। এটি একটি প্রকাশনা সংঘ নিয়ে নির্মিত, যেখানে সমাজতান্ত্রিক ফ্রান্সের চিত্র তুলে ধরা হয়েছে।

ল্য ক্রিম দ্য মঁসিয়ে লঁজ
পরিচালকজঁ রনোয়ার
প্রযোজকঅঁদ্রে হালি দে ফঁতেই
জঁ রনোয়ার
রচয়িতাজঁ কাস্তাঁয়ে
জাক প্রেভের
জঁ রনোয়ার
শ্রেষ্ঠাংশেরঁনে লেফেভ্রে
ফ্লোরেল
জুল বেরি
মার্সেল লেভেস্ক
অদেত তালাজাক
অঁরি গুইসল
মরিস বাকেত
সুরকারজোসেপ কসমা
মুক্তি১৯৩৬
স্থিতিকাল৮০ মিনিট
ভাষাফরাসি

কুশীলব সম্পাদনা

  • রঁনে লেফেভ্রে
  • ফ্লোরেল
  • জুল বেরি
  • মার্সেল লেভেস্ক
  • অদেত তালাজাক
  • অঁরি গুইসল
  • মরিস বাকেত

বহিঃসংযোগ সম্পাদনা