ল্যাভেন্ডার তেল হচ্ছে এক প্রকার সুগন্ধি তেলল্যাভেন্ডার একটি বহুল প্রচলিত ও সমাদৃত ফুলের নাম যা থেকে পাওয়া যায় এই সুগন্ধি তেল। এই তেল রূপচর্চা থেকে শুরু করে অনেক কাজেই ব্যবহৃত হয়ে থাকে। ল্যাভেন্ডার ফুল এবং এর তেল হারবাল ও বিভিন্ন ঔষধ তৈরিতে ব্যবহার হয়। বর্তমানে ল্যাভেন্ডার তেলকে স্বাস্থ্য সেবার জন্য ব্যবহার করা হচ্ছে।

ল্যাভেন্ডার তেলের একটি কাচের শিশি

উৎপাদন সম্পাদনা

খাঁটি ল্যাভেন্ডার তেল বাষ্প পাতন পদ্ধতিতে উৎপাদিত হয়। এটি অন্যান্য পদ্ধতির তুলনায় বেশি পরিমাণে তেল উৎপাদন করা যায়। [১]

ল্যাভেন্ডার তেল বিশ্বজুড়ে উৎপাদিত হয়, তবে বুলগেরিয়া এই শিল্পে নেতৃস্থানীয়। [২]

ব্যবহার সম্পাদনা

১|সুগন্ধি হিসেবে ব্যবহার করা যায়। ২|ছাড়পোকা তাড়াতে এর ব্যপক ব্যবহার হয়!

তথ্যসূত্র সম্পাদনা

  1. Masango, Phineas (২০০৫-০৬-০১)। "Cleaner production of essential oils by steam distillation"। Journal of Cleaner Production13 (8): 833–839। আইএসএসএন 0959-6526ডিওআই:10.1016/j.jclepro.2004.02.039  অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. Mihala, Lorelei (২০২০-০৭-৩০)। "Bulgarian lavender: The sweet smell of success"BBC News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৩