লেন জনসন

অস্ট্রেলীয় ক্রিকেটার

লিওনার্ড যোসেফ জনসন (ইংরেজি: Len Johnson; জন্ম: ১৮ মার্চ, ১৯১৯ - মৃত্যু: ২০ এপ্রিল, ১৯৭৭) কুইন্সল্যান্ডের ইপ্সউইচ এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৪৮ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

লেন জনসন
১৯৫০ সালের সংগৃহীত স্থিরচিত্রে লেন জনসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামলিওনার্ড যোসেফ জনসন
জন্ম(১৯১৯-০৩-১৮)১৮ মার্চ ১৯১৯
ইপ্সউইচ, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
মৃত্যু২০ এপ্রিল ১৯৭৭(1977-04-20) (বয়স ৫৮)
সিল্কস্টোন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১৭৯)
৬ ফেব্রুয়ারি ১৯৪৮ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৪৬/৪৭ - ১৯৫২/৫৩কুইন্সল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৫৬
রানের সংখ্যা ২৫ ১১৩৯
ব্যাটিং গড় ১৬.৭৫
১০০/৫০ ০/০ ০/৩
সর্বোচ্চ রান ২৫* ৭৫
বল করেছে ২৮২ ১৪৪০৮
উইকেট ২১৮
বোলিং গড় ১২.৩৩ ২৩.১৭
ইনিংসে ৫ উইকেট ১৬
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/৮ ৭/৪৩
ক্যাচ/স্ট্যাম্পিং ২/০ ৩৫/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১০ মে, ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে কুইন্সল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন লেন জনসন

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৪৬-৪৭ মৌসুম থেকে ১৯৫২-৫৩ মৌসুম পর্যন্ত লেন জনসনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে কুইন্সল্যান্ডের প্রধান চালিকাশক্তিতে পরিণত করেছিলেন নিজেকে। ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার ও নিচেরসারিতে মারমুখী ভঙ্গীমায় খেলতেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সলোমন দ্বীপপুঞ্জের বোগেইনভিলে অস্ট্রেলিয়া সৈন্যদলের সদস্যরূপে খেলেন। এরপর, শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের প্রতিনিধিত্ব করেন তিনি।[১] ১৯৪৬-৪৭ মৌসুম থেকে ১৯৫২-৫৩ মৌসুম পর্যন্ত দলটির পক্ষে খেলেন।

১৯৪৭-৪৮ মৌসুমের প্রথমদিকে কুইন্সল্যান্ডের সদস্যরূপে সফররত ভারতীয় একাদশের বিপক্ষে সাত উইকেট নিয়ে জয়লাভে ভূমিকা রাখেন।[২] ১৯৫০ সালে অস্ট্রেলিয়া দ্বিতীয় একাদশ দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। তবে, প্রতিভাবান হওয়া সত্ত্বেও একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন লেন জনসন। এ সফরে কেবলমাত্র একবার শতরানের সন্ধান পেয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন লেন জনসন। ৬ ফেব্রুয়ারি, ১৯৪৮ তারিখে মেলবোর্নে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

১৯৪৭-৪৮ মৌসুমে ভারত দল অস্ট্রেলিয়া গমন করে। মেলবোর্নের এমসিজিতে সিরিজের চূড়ান্ত টেস্টে প্রথম ও শেষবারের মতো অংশ নেন তিনি। অপরাজিত ২৫ রান এবং ৩/৬৬ ও ৩/৮ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন তিনি।[৩]

অবসর সম্পাদনা

ধারণা করা হয় যে, ১৯৪৮ সালে ইংল্যান্ড সফরে স্যাম লক্সটনকে তার স্থলাভিষিক্ত করা হয়েছিল। দুইবার তিনি নিজস্ব সেরা বোলিং পরিসংখ্যান গড়েন। ১৯৪৯-৫০ মৌসুমে নিউ সাউথ ওয়েলস[৪] এবং ১৯৫১-৫২ মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭/৪৩ পান।[৫] কুইন্সল্যান্ডের পক্ষে শেফিল্ড শিল্ডের ৪৩ খেলায় অংশ নিয়ে ১৭১ উইকেট লাভের মাধ্যমে খেলোয়াড়ী জীবনের ইতি টানেন। পরবর্তীতে তার গড়া রাজ্য দলের এ রেকর্ডটি রস ডানকানপিটার অ্যালান ভেঙে ফেলেন।

২০ এপ্রিল, ১৯৭৭ তারিখে ৫৮ বছর বয়সে কুইন্সল্যান্ডের সিল্কস্টোন এলাকায় লেন জনসনের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Len Johnson: Profile"Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৬ 
  2. "Queensland v Indians 1947–48"CricketArchive। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৬ 
  3. "Australia v India, Melbourne 1947–48"CricketArchive। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৬ 
  4. "Queensland v New South Wales 1949–50"CricketArchive। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৬ 
  5. "Queensland v Western Australia 1951–52"CricketArchive। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৬ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা