লেনিন গনি

বাংলাদেশী সাংবাদিক

লেনিন গণি (৯ ডিসেম্বর ১৯৬৭ - ২৩ মে ২০১৩) একজন অত্যন্ত সম্মানিত বাংলাদেশী ক্রীড়া সাংবাদিক ছিলেন। তিনি নিউ এজ এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ক্রীড়া সম্পাদক ছিলেন এবং স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য ছিলেন।[১][২][৩]

লেনিন গণি
Lenin Gani
জন্ম(১৯৬৭-১২-০৯)৯ ডিসেম্বর ১৯৬৭
মৃত্যু২৩ মে ২০১৩(2013-05-23) (বয়স ৪৫)
নর্থ হাইডপার্ক হাসপাতাল, লন্ডন
মৃত্যুর কারণপালমোনারি হাইপারটেনশন নামক অসুস্থতা
জাতীয়তা
অন্যান্য নামআসিফ
প্রতিষ্ঠান
আদি নিবাসসিলেট
দাম্পত্য সঙ্গীসিনথিয়া পারভেজ
পরিবারআফরিন আলজিনা গনি (একমাত্র সন্তান)
পুরস্কারসেরা স্পোর্টস রিপোর্ট (২০০১ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক)

প্রাথমিক জীবন সম্পাদনা

জন্ম ৯ ডিসেম্বর ১৯৬৭ সিলেটের বিয়ানীবাজারে। পড়াশোনা করেছেন ঢাকায় ও লন্ডনে। দুই পুরুষ ধরেই লেনিন গনির পরিবার স্থায়ীভাবে বাস করছিলেন লন্ডনে।

কর্মজীবন সম্পাদনা

লেনিন গণি ১৯৯৩ থেকে ২০০৬ পর্যন্ত দ্য ডেইলি স্টার , নিউ এজ এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সহ বাংলাদেশের বেশ কয়েকটি বড় সংবাদপত্রে কাজ করেছিলেন। [৪] তিনি ২০০১ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক সম্মানজনক সেরা স্পোর্টস রিপোর্ট পুরস্কার জিতেছিলেন।[৫][৬]

মরণ সম্পাদনা

২০০৮ সালে লেনিন গণির পালমোনারি হাইপারটেনশন নামক বিরল অসুস্থতা ধরা পড়ে। তখন চিকিৎসা গ্রহণের জন্য যুক্তরাজ্যে চলে যান। ফুসফুস প্রতিস্থাপনের জন্য চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন এবং তার দুর্বল অবস্থার মধ্যেও বাংলাদেশী সাংবাদিকতায় অবদান রাখেন। শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়ে লন্ডনের নর্থ হাইডপার্ক হাসপাতালে ২৩ মে ২০১৩ সালে মারা যান। দাফন হবে লন্ডনেই হয়। [৭]

পরিবার সম্পাদনা

লেনিন গণির স্ত্রী সিনথিয়া পারভেজ এবং একমাত্র সন্তান আফরিন আলজিনা গনিকে রেখে গেছেন। তারা যুক্তরাজ্যে থাকেন।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চলে গেলেন লেনিন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯ 
  2. "কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯ 
  3. Correspondent, Staff; bdnews24.com। "Sports journalist Lenin Gani dies"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯ 
  4. "Those who make Star Sport"15th Anniversary Special: Sport। The Daily Star। ২০১৬-১২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১১-২৪ 
  5. "Sports journalist Lenin no more"Dhaka Tribune। ২০১৩-০৫-২৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯ 
  6. "প্রয়াত সদস্যদের স্মরণে বিএসজেএ'র সভা ও দোয়া মাহফিল | খেলার খবর | The Daily Ittefaq"archive1.ittefaq.com.bd। ২০১৯-০৭-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৯ 
  7. "You'll never walk alone"The Daily Star। মে ২৫, ২০১৩।