লুটেরচর ইউনিয়ন

কুমিল্লা জেলার মেঘনা উপজেলার একটি ইউনিয়ন

লুটেরচর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মেঘনা উপজেলার একটি ইউনিয়ন

লুটেরচর
ইউনিয়ন
৭ নং লুটেরচর ইউনিয়ন পরিষদ
লুটেরচর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
লুটেরচর
লুটেরচর
লুটেরচর বাংলাদেশ-এ অবস্থিত
লুটেরচর
লুটেরচর
বাংলাদেশে লুটেরচর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩৪′২০″ উত্তর ৯০°৪০′৫৪″ পূর্ব / ২৩.৫৭২২২° উত্তর ৯০.৬৮১৬৭° পূর্ব / 23.57222; 90.68167 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলামেঘনা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • সংসদ সদস্যমেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া
জনসংখ্যা (২০১০)
 • মোট১১,৩৬৯
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫১৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

জনসংখ্যা সম্পাদনা

লুটেরচর ইউনিয়নের জনসংখ্যা ১১,৩৬৯ জন (জরিপ ২০১০)।

ইতিহাস সম্পাদনা

১৯৯১ সালে ১০টি গ্রাম নিয়ে লুটেরচর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। তবে এ ইউনিয়ন পরিষদটি পূর্বে দাউদকান্দি উপজেলার বৃহত্তর গোবিন্দপুর ইউনিয়নের অংশ ছিল।

অবস্থান ও সীমানা সম্পাদনা

মেঘনা উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে লুটেরচর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে গোবিন্দপুর ইউনিয়ন; উত্তরে ভাওরখোলা ইউনিয়ন, মেঘনা নদীমুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন; পশ্চিমে মেঘনা নদীমুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়ন; দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদীমুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন; দক্ষিণে মেঘনা নদীমুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন এবং দক্ষিণ-পূর্বে কাঁঠালিয়া নদীদাউদকান্দি উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

লুটেরচর ইউনিয়ন মেঘনা উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মেঘনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • দড়ি লুটেরচর (১নং ওয়ার্ড)
  • লুটেরচর (২নং ওয়ার্ড)
  • কান্দারগাঁও (৩নং ওয়ার্ড)
  • নয়া কান্দারগাঁও (৩নং ওয়ার্ড)
  • মোহাম্মদপুর (৪নং ওয়ার্ড)
  • নয়া মোহাম্মদপুর (৪নং ওয়ার্ড)
  • লক্ষীপুর (৫নং ওয়ার্ড)
  • শেখেরগাঁও (৬নং ও ৭নং ওয়ার্ড)
  • সাতঘরিয়াকান্দি (৮নং ওয়ার্ড)
  • চর কাঁঠালিয়া (৯নং ওয়ার্ড)

হাসপাতাল সম্পাদনা

মোহাম্মদপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র

শেখেরগাঁও কমিউনিটি ক্লিনিক

শিক্ষাপ্রতিষ্ঠান সম্পাদনা

কলেজ
  • নেই
মাধ্যমিক বিদ্যালয়
  • লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়
  • শেখেরগাঁও আব্দুল অদুদ মুন্সি উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • চর কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লুটেরচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লুটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শেখেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাতঘরিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাদ্রাসা
  • কান্দারগাঁও নূরানী তালিমুল কোরআন মাদরাসা
  • শেখেরগাঁও বাগে জান্নাত মাদ্রাসা ও এতিমখানা
  • চর কাঁঠালিয়া ইব্রাহিমিয়া কোরআনীয়া মাদ্রাসা
  • নয়া কান্দারগাঁও দারুল উলুম মাদানিয়া মাদরাসা
  • নয়া কান্দারগাঁও মহিলা মাদরাসা
  • সাতঘুরিয়াকান্দি মাদ্রাসা ও এতিমখানা
  • নয়া মোহাম্মদপুর ফৈজুদ্দিন হাজী হাফিজিয়া মাদ্রাসা
কিন্ডারগার্টেন
  • মোহাম্মদপুর ফুলকুঁড়ি প্রি ক্যাডেট স্কুল

হাট-বাজার সম্পাদনা

  • লুটেরচর বাজার
  • মোহাম্মদপুর বাজার
  • নয়া কান্দারগাঁও স্ট্যান্ড

দর্শনীয় স্থান সম্পাদনা

  • লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয় মিনার
  • নয়া মোহাম্মদপুর - ওমরাকান্দা সেতু
  • শ্যামলিমা প্রজেক্ট
  • চর কাঁঠালিয়া নদী (মেঘনার শাখা নদী)

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

  • আজিজুল হাকিম, চলচিত্র ও নাট্য অভিনেতা
  • আব্দুল গাফফার হাউদ, বীর মুক্তিযোদ্ধা।
  • আলম আরা মিনু, সংগীত শিল্পী।
  • শাহিন কবির টুটুল, চলচিত্র ও নাট্য নির্মাতা।
  • মোঃ হুমায়ুন কবির, এগ্রিকালচার চীফ ইন্জিনিয়ার,জাতিসংঘ
  • হাবিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী
  • আমির শিকদার, কর্নেল, বাংলাদেশ বর্ডার গার্ড
  • মুক্তার হোসেন, এএসপি, বাংলাদেশ পুলিশ
  • মুহাম্মদ আল ফাহাদ, এএসপি, বাংলাদেশ পুলিশ

জনপ্রতিনিধি সম্পাদনা

  • সানাউল্লাহ শিকদার - চেয়ারম্যান (লুটেরচর ইউনিয়ন পরিষদ)
  • মোঃ রোকন উদ্দিন শিকদার - সদস্য (১নং ওয়ার্ড)
  • মোঃ গাফফার মিয়া - সদস্য (২নং ওয়ার্ড)
  • মোঃ সোহরাব হোসেন ভূইয়া - সদস্য (৩নং ওয়ার্ড)
  • ইকবাল হোসেন - সদস্য (৪নং ওয়ার্ড)
  • মোঃ জজ মিয়া - সদস্য (৫নং ওয়ার্ড)
  • আব্দুল মালেক মোল্লা - সদস্য (৬নং ওয়ার্ড)
  • দেলোয়ার হোসেন - সদস্য (৭নং ওয়ার্ড)
  • মোঃ রুবেল মিয়া - সদস্য (৮নং ওয়ার্ড)
  • সুরুজ মিয়া - সদস্য (৯নং ওয়ার্ড)
  • সুলতানা পারভীন - (সংরক্ষিত আসন ১)
  • বানু বেগম - (সংরক্ষিত আসন ২)
  • রানী বেগম - (সংরক্ষিত আসন ৩)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা