লিবীয় ফুটবল ফেডারেশন

লিবিয়ার ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা

লিবীয় ফুটবল ফেডারেশন (আরবি: الاتحاد الليبي لكرة القدم, ইংরেজি: Libyan Football Federation; এছাড়াও সংক্ষেপে এলএফএফ নামে পরিচিত) হচ্ছে লিবিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৬৫ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত।

লিবীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৬২; ৬২ বছর আগে (1962)[১]
সদর দপ্তরত্রিপোলি, লিবিয়া
ফিফা অধিভুক্তি১৯৬৪[১]
ক্যাফ অধিভুক্তি১৯৬৫
সভাপতিলিবিয়া আব্দুলহাকিম আলশালমানি
সহ-সভাপতিলিবিয়া হুসাইন এলমুরাবিত
ওয়েবসাইটwww.lff.org.ly

এই সংস্থাটি লিবিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিবীয় প্রিমিয়ার লীগ, লিবীয় দ্বিতীয় বিভাগ, লিবীয় কাপ, লিবীয় লীগ কাপ এবং লিবীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে লিবীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আব্দুলহাকিম আলশালমানি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আব্দুননাসের আহমেদ।

কর্মকর্তা সম্পাদনা

১২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি আব্দুলহাকিম আলশালমানি
সহ-সভাপতি হুসাইন এলমুরাবিত
সাধারণ সম্পাদক আব্দুননাসের আহমেদ
কোষাধ্যক্ষ সাদ আদিব
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালক মোহামেদ ওয়েরফাল্লি
ফুটসাল সমন্বয়কারী ফাওজি বেলহাজ
জাতীয় দলের কোচ (পুরুষ) ফাওজি বেনজারতি
জাতীয় দলের কোচ (নারী) বেলহাসান আলফিরজানি
রেফারি সমন্বয়কারী সালেম গারগুম

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১০ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা