লাল বাংলা হচ্ছে দুজন প্রয়াত-মুঘল ব্যক্তির সমাধিস্তম্ভ যা ভারতের দিল্লিতে অবস্থিত, যেটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের অধীনস্থ একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ।[১]

লাল বাংলা

পটভূমি সম্পাদনা

লাল বাংলা দুটি সমাধি নিয়ে গঠিত যার একটি লাল এবং অন্যটি হলুদ বেলেপাথরের। এর একটি সমাধিতে দুটি কবর রয়েছে, যেগুলোকে মনে করা হয় যে লাল কুনওয়ার, দ্বিতীয় শাহ আলমের (১৭৫৯-১৮০৬) মাতা এবং বেগম জান, তার কন্যার কবর।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

  উইকিমিডিয়া কমন্সে লাল বাংলা সম্পর্কিত মিডিয়া দেখুন।