লাভ ম্যারেজ (টেলিভিশন ধারাবাহিক)

টেলিভিশন ধারাবাহিক

লাভ ম্যারেজ হচ্ছে ভারতের হিন্দি টিভি চ্যানেল জি টিভির একটি ধারাবাহিক নাটক যেটি ২০০২ সালে প্রচারিত হত। নাটকটির মূল প্লট ছিলো শহুরে প্রেম-ভালোবাসা নিয়ে।[১] এই ধারাবাহিক নাটকটি মূলত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিয়াল সেক্স এ্যান্ড দ্যা সিটি (১৯৯৮-২০০৪) থেকে অনুপ্রাণিত যদিও পুরোপুরি নয় কারণ এটিতে যৌনতার কোনো উপস্থাপন বা সংলাপ লক্ষ্য করা যায়নি।[২]

লাভ ম্যারেজ
নির্মাতামেটামোজেজ এন্টারটেইনমেন্ট
লেখকমোহনজিৎ সিং এবং লাভলিন মিশ্র
পরিচালকমনীষা শর্মা
অভিনয়েঅদিতি প্রতাপ
কাঞ্চন মীরচন্দনী
শীবা চাড্ডা
উদ্বোধনী সঙ্গীতলাভ ম্যারেজ বাই ইনাক্ষী সিং এ্যান্ড রাণী পদ্মিনী
মূল দেশভারত
মূল ভাষাহিন্দি
পর্বের সংখ্যা৬৪
নির্মাণ
প্রযোজকমোহনজিৎ মোজেজ সিং
ব্যাপ্তিকাল২৪ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্কজি টিভি
ছবির ফরম্যাট৪৮০আই, এসডিটিভি
মূল মুক্তির তারিখ২৯ জুলাই ২০০২ –
১৪ নভেম্বর ২০০২

বিষয়বস্তু সম্পাদনা

মূলত চারজন সুন্দরী নারীকে নিয়ে কাহিনী, তারা বোম্বেতে উঠে "প্রেমের বিবাহ" এর স্বপ্ন দেখে। তারা সমন্বয় ও সমঝোতার জন্য একসঙ্গে থাকা শুরু করে।

চরিত্রসমূহ সম্পাদনা

  • অদিতি প্রতাপ - অনু
  • কাঞ্চন মীরচন্দনী - মীরা
  • শীবা চাড্ডা - সোনালী
  • টিসকা চোপড়া - কিরণ
  • অপরা মেহতা - মিসেস দীক্ষিত
  • মমিক সিং - রবি শাহ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Zee hopes to counter Sony's 'K3H' with a 'Love Marriage'"। Indiantelevision.com। ২০০২-০৭-২৯। 
  2. Kannan K. (২০০২-০৮-০৫)। "The Strength of Female Spirit"। The Hinduonnet.com। ২০১২-১১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২০