লক্ষণা (বাক্যালঙ্কার)

বাক্যালঙ্কার
(লাক্ষণিক নাম থেকে পুনর্নির্দেশিত)

লক্ষণা এক ধরনের বাক্যালঙ্কার যেখানে কোনও বস্তু বা ধারণাকে সেটির সাথে সংশ্লিষ্ট ভিন্ন কোনও বস্তু বা ধারণার নাম দিয়ে নির্দেশ করা হয়।[১] একে ইংরেজি পরিভাষায় "মেটোনিমি" (metonymy) বলে। ভিন্ন যে নামটি ব্যবহার করা হয়, তাকে লাক্ষণিক নাম (metonym মেটোনিম) বলে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ভবন (চিত্রিত) দ্য পেন্টাগন নামটি দিয়ে প্রায়শই মার্কিন সেনাবাহিনী ও তার নেতাদেরকে নির্দেশ করা হয়।

যেমন ইংরেজিতে "ক্রাউন" (রাজমুকুট) ও "সেপ্টার" (রাজদণ্ড) শব্দ দুইটি দিয়ে আলঙ্কারিক অর্থে প্রকৃতপক্ষে রাজা বা রাজশাসককে বোঝানো হয়, যা লক্ষণার একটি উদাহরণ। বাংলাতে "কান পাতা" কথাটি দিয়ে প্রকৃতপক্ষে কোনও স্থানে কান পেতে দেওয়ার ব্যাপারটিকে নির্দেশ করা হয় না, বরং আলঙ্কারিক অর্থে গভীর মনোযোগ দিয়ে শোনা বোঝানো হয়। এটি লক্ষণার আরেকটি উদাহরণ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Metonymy Definition & Meaning - Merriam-Webster"Merriam-Webster Dictionary। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৩