রেডিং রেকর্ড সার্চলাইট

রেডিং রেকর্ড সার্চলাইট হল ক্যালিফোর্নিয়ার রেডিং এ পরিবেশিত একটি সংবাদপত্র। এর দৈনিক প্রচলন প্রায় ৩০,০০০ এবং একটি রেডিং নিউজ ওয়েবসাইট রেডিং ডট কম কে হোস্ট করে।

রেকর্ড সার্চলাইট
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকগ্যানেট [১]
প্রকাশকস্টিভ স্মিথ [২]
সম্পাদকসিলাস লিয়নস
প্রতিষ্ঠাকাল১৯৩৮
ভাষাইংরেজি
সদর দপ্তর১১০১ টুইন ভিউ ব্লাভডি রেডিং, সিএ ৯৬০০৩ মার্কিন যুক্তরাষ্টঁ
ওয়েবসাইটwww.redding.com

ইতিহাস সম্পাদনা

১ অক্টোবর ১৯৩৩ সালে জন পি স্ক্রিপস নিউজপেপার গ্রুপ রেডিং রেকর্ডের প্রথম সংস্করণ প্রকাশ করেছিল, যা একাধিক অধিগ্রহণের পরে রেডিং রেকর্ড সার্চলাইট নামে এই অঞ্চলের প্রভাবশালী দৈনিক পত্রিকায় পরিণত হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Redding Record Searchlight"। ২০১৫-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৩ 
  2. "Contact"। ২০১৬-১১-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৩ 

বহিঃসংযোগ সম্পাদনা