রূপসা এক্সপ্রেস

বাংলাদেশের একটি আন্তনগর ট্রেন

রূপসা এক্সপ্রেস(ট্রেন নম্বর- ৭২৭/৭২৮) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি একটি জনপ্রিয় ও বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। যা বাংলাদেশ রেলওয়ে একটি অন্যতম দীর্ঘ রুট। রূপসা এক্সপ্রেস ছাড়াও খুলনা-চিলাহাটি রুটে সীমান্ত এক্সপ্রেস চলাচল করে।

রূপসা এক্সপ্রেস খুলনা⇌চিলাহাটি
লাল-সবুজ পিটি ইনকা রেকে রূপসা এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাপরিচালিত হচ্ছে
প্রথম পরিষেবা৫ মে ১৯৮৬; ৩৭ বছর আগে (5 May 1986)
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুখুলনা রেলওয়ে স্টেশন
শেষচিলাহাটি রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৪৪৬ কিলোমিটার (২৭৭ মাইল)
যাত্রার গড় সময়১০ ঘন্টা
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন (বৃহস্পতিবার বন্ধ)
রেল নং৭২৭/৭২৮
যাত্রাপথের সেবা
শ্রেণীশোভন চেয়ার, তাপানুকূল চেয়ার, কেবিন ইত্যাদি
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
কারিগরি
গাড়িসম্ভারলাল-সবুজ পিটি ইনকা কোচ (লোড ১৩/২৬)
ট্র্যাক গেজব্রডগেজ
রক্ষণাবেক্ষণখুলনা/চিলাহাটি বেজ
রেক ভাগকরণসীমান্ত এক্সপ্রেস

ইতিহাস সম্পাদনা

বাংলাদেশে যে কয়েকটি দীর্ঘ রেল রুট রয়েছে তার মধ্যে খুলনা চিলাহাটি অন্যতম। ব্রডগেজে চলাচলকারী রূপসা এক্সপ্রেস উদ্বোধন হয় ৫ই মে ১৯৮৬ খ্রিস্টাব্দে।

সময়সূচী সম্পাদনা

(বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী, যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।)

ট্রেন

নং

উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক

ছুটি

৭২৭ খুলনা ০৭:১০ চিলাহাটি ১৬:৪০ বৃহষ্পতিবার
৭২৮ চিলাহাটি ০৮:৩০ খুলনা ১৮:৩০

যাত্রাবিরতি সম্পাদনা

(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)

তথ্যসূত্র সম্পাদনা