রিচার্ড সাই (চীনা: 蔡明興; ফিনিন: Cài Míngxìng ; [২] জন্ম ১৯৫৭/১৯৫৮ [১] ) একজন তাইওয়ানি ধনকুবের ব্যবসায়ী। তিনি এবং তার ভাই ড্যানিয়েল সাই ফুবন ফাইন্যান্সিয়াল হোল্ডিং কোং পরিচালনা করেন, যা তাদের পিতা সাই ওয়ান-সাই দ্বারা প্রতিষ্ঠিত। [১] ফোর্বস ২০১৬ সালের বিশ্বের ধনকুবেরদের তালিকায়, রিচার্ড সাই ২.৪ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের সাথে #৭২২ নম্বরে ছিলেন। [১]

রিচার্ড সাই
জন্ম১৯৫৭/১৯৫৮ (৬৬–৬৭ বছর)[১]
নাগরিকত্বতাইওয়ানি
দাম্পত্য সঙ্গীবিবাহিত
সন্তান
পিতা-মাতাসাই ওয়ান-সাই (পিতা)
আত্মীয়ড্যানিয়েল সাই (ভাই)

সাই তাইপেই, তাইওয়ানে থাকেন। তিনি বিবাহিত এবং দুই সন্তান রয়েছে। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The World's Billionaires (2016 ranking): #722 Richard Tsai"Forbes। ১ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৭ 
  2. "Fubon's Tsai brothers top latest Forbes list of Taiwan's richest people"The China Post। ২৬ জুন ২০১৫।