রাহেল (হিব্রু ভাষায়: רָחֵל‎, Rāḥêl; আরবি: راحيل, প্রতিবর্ণীকৃত: Rāḥīl)[২] ছিলেন পুরাতন নিয়ম অনুসারে যাকোবের দ্বিতীয় ও সবচেয়ে প্রিয় স্ত্রী, যোষেফবিন্যামীনের মা এবং ইস্রায়েলের দ্বাদশ বংশের দুই জনিতার একজন। রাহেলের পিতা ছিলেন লাবন এবং মাতা ছিলেন অদীণা। তার বড় বোন লেয়া ছিলেন যাকোবের প্রথম স্ত্রী। তার ফুফু রিবিকা ছিলেন যাকোবের মা।[৩][৪]

রাহেল
רחל
راحيل
উইলিয়াম ডাইসের আঁকা যাকোব ও রাহেলের সাক্ষাৎ
পবিত্র কুলমাতা
জন্মপদ্দন্‌-অরাম
মৃত্যুকনান
শ্রদ্ধাজ্ঞাপন
প্রধান স্মৃতিযুক্ত স্থানরাহেলের সমাধি, বৈৎলেহম, পশ্চিম তীর
উৎসব
যাদের প্রভাবিত করেনইস্রায়েলীয়, ইহুদি, খ্রিস্টান, মুসলিম
ঐতিহ্য বা ধরন
যিহূদীয়-খ্রীষ্টীয়, ইসলামি

বংশতালিকা সম্পাদনা

তেরহ
সারা[৫]অব্রাহামহাগারহারণ
নাহোর
ইশ্মায়েলমিল্‌কালোটযিষ্কা
ইশ্মায়েলীয়৭ পুত্র[৬]বথূয়েল১ম কন্যা২য় কন্যা
ইস্‌হাকরিবিকালাবনমোয়াবীয়অম্মোনীয়
এষৌযাকোবরাহেল
বিল্‌হা
ইদোমীয়সিল্পা
লেয়া
১. রূবেণ
২. শিমিয়োন
৩. লেবি
৪. যিহূদা
৯. ইষাখর
১০. সবূলূন
দীণা (কন্যা)
৭. গাদ
৮. আশের
৫. দান
৬. নপ্তালি
১১. যোষেফ
১২. বিন্যামীন


তথ্যসূত্র সম্পাদনা

  1. "Rachel the Matriarch"। Star Quest Production Network। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১১ 
  2. Bible Hub
  3. Seder Hadoros
  4. "Rachel", Jewish Virtual Library
  5. Genesis 20:12: Sarah was the half–sister of Abraham.
  6. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph