রাতের অর্থ বেলজিয় পরাবাস্তববাদী চিত্রশিল্পী রেনে ম্যাগ্রিট আঙ্কিত চিত্রকর্ম। ১৯২৭ সালে সম্পন্ন তৈলচিত্রটি বর্তমানে হিউস্টনের মেনিল কালেকশনে সংগৃহীত রয়েছে।[১]

রাতের অর্থ
fr: Le sens de la nuit
upright=250px
শিল্পীর‍্যনে মাগ্রিত
বছর১৯২৭
উপাদানক্যানভাসে তৈলচিত্র
আন্দোলনপরাবাস্তববাদ
আয়তন১৩৮.৪ সেমি × ১০৫.৪ সেমি (৫৪.৫ ইঞ্চি × ৪১.৫ ইঞ্চি)
অবস্থানমেনিল কালেকশন, হিউস্টন

চিত্রকর্ম সম্পাদনা

মাগ্রিত রাতের অর্থ চিত্রকর্মে মানুষের মধ্যে রাতের ভয়কে উপস্থাপন করেছেন। মাগ্রিত ১৯২৭ সালে পরাবাস্তববাদী শৈলী ব্যবহার করে এই শিল্পকর্মটি এঁকেছিলেন। চিত্রকর্মটি একজন ব্যক্তির প্রতিনিধিত্ব করে যিনি তার নিজের ছায়াকে অনুসরণ করেন যেখানে তিনি অন্যের আত্মা দেখেন। এর মধ্য দিয়ে মানুষের মধ্যে রাতের অন্ধকারের ভয় দেখানো হয়েছে। এটি তাদের নিজস্ব ছায়া থেকে মানুষের মধ্যে ভয়ের অনুভূতির প্রতিনিধিত্ব করে যা সর্বদা তাদের সাথে থাকে। এই চিত্রকর্মের মাধ্যমে মাগ্রিত নিজের ভয়ের বিরুদ্ধে দাঁড়ানোর বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "René Magritte, Belgian, 1898 - 1967 - The Meaning of Night (Le sens de la nuit) - The Menil Collection"The Menil Collection (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা