রাজ্যশ্রী কুমারী (জন্ম ৪ঠা জুন, ১৯৫৩) একজন প্রাক্তন ভারতীয় ক্রীড়া শ্যুটার। শুটিংয়ে সাফল্যের জন্যে ১৯৬৮ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি ভারত সরকার দ্বারা সম্মানজনক অর্জুন পুরস্কারে ভূষিত হন । [১]

রাজ্যশ্রী কুমারী
জন্ম (1953-06-04) ৪ জুন ১৯৫৩ (বয়স ৭০)
পিতা-মাতাকর্ণী সিং
সুশীলা কুমারী

তিনি মহারাজা গঙ্গা সিংজি ট্রাষ্টের চেয়ারপারসন এবং লালগড় প্যালেসের মালিক। রাজ্যশ্রী অনেক দাতব্য ট্রাস্ট পরিচালনা করেন এবং বিকানিরে থাকেন। অল্প বয়সেই তার বিয়ে হয়েছিল। ও পরে বিবাহবিচ্ছেদ হয়েছিল। তার দুই সন্তান রয়েছে। [তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "LIST OF ARJUNA AWARD WINNERS"। ২৫ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-০৫