রাজকালী বাড়ি মন্দির

বাংলাদেশের কুমিল্লা জেলার চান্দিনায় অবস্থিত একটি উপসনালয়

রাজকালী বাড়ি মন্দির বাংলাদেশের কুমিল্লা জেলার চান্দিনায় অবস্থিত একটি হিন্দু উপসনালয়। পাশাপাশি দু’টি শিব লিঙ্গ নিয়ে গঠিত এ মন্দির। তিন শ বছর আগে স্থাপিত সনাতন ধর্মাবলম্বীদের স্থাপত্য শিল্পকর্মের নিদর্শন হিসেবে এটি পরিচিত। ২০১০ সালে ভক্তবৃন্দের সহায়তায় সংস্কারের পর প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে এটিকে সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়। মন্দিরটি ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় পর্যটকদের জন্যে এটি খুব সহজে ভ্রমণস্থল হিসেবে পরিচিতি পায়। [১][২]

রাজকালী বাড়ি মন্দির
ধরনহিন্দু মন্দির
অবস্থানকুমিল্লা সদর
অঞ্চলকুমিল্লা জেলা

অবস্থান ও বিবরণ সম্পাদনা

রাজকালী বাড়ি মন্দির চান্দিনা উপজেলা শহরের প্রধান ফটক থেকে ১শ’ গজের মধ্যে পুরাতন গ্রান্ড ট্রাংক রোডের পাশে অবস্থিত। মন্দিরের বাম ও ডান পাশে রয়েছে প্রায় ৪৫ ফুট উচ্চতার দুইটি শিব মন্দির। মন্দিরের অভ্যন্তরে শ্বেত পাথরের ২টি শিব লিঙ্গ ও বাইরের দিকে পেছনে রয়েছে প্রায় পৌনে ৩ একর পরিমারে বিশাল দীঘি। [১]

ইতিহাস সম্পাদনা

১৬৭০ খ্রিষ্টাব্দে তৎকালীন মির্জা হুসাইন আলীর পৃষ্ঠপোষকতায় সনাতন ধর্মের লোকজনের ধর্মীয় উপসনা করার জন্য মন্দিরটি নির্মাণ করে। মন্দির টিকে টিকিয়ে রাখার জন্য সনাতন ধর্মের লোকজন কাজ করেন। মন্দিরের উপরে পরগাছা বট বৃক্ষের শিকড় গজিয়ে ভিতরে প্রবেশ করেছিল। ২০১০ সালে ভক্তবৃন্দের সহযোগিতায় কিছুটা সংস্কারের পর মন্দির দুইটি সুরক্ষা করা হয়েছে।[১]

আকার সম্পাদনা

শিব মন্দির দুটির উচ্চতা হলো মাটি হতে ৪৫ ফুট। মন্দির দুইটি বৌদ্ধ মন্দিরের আদলে নির্মিত এমন তথ্য থাকলেও সনাতন ধর্মীয় নেতাদের অনেকেই বলছেন ওই মন্দির দুইটি ভারতের দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে নির্মিত হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ কুমিল্লার মতে তৎকালীন রাজ্যের বরকামতার শেষ জমিদার ভূকৈলাশরাজ বরকামতার উপর দিয়ে বয়ে যাওয়া ক্ষীর নদীর পাড়ে বরকামতা বাজার (বর্তমানে চান্দিনা বাজার) নামে বাজার প্রতিষ্ঠা করেন। চান্দিনার বিশাল জলাশয়ের পাড়ে বেশকিছু পুরাকীর্তির ধ্বংসাবশেষ ওই আমলে পাওয়া যায়। এর সাথে কিছুসংখ্যক বৌদ্ধ মূর্তিও উদ্ধার হয়। ৭৪ শতাংশ ভূমি ঝুড়ে রয়েছে মন্দিরের অবস্থান। [১][৩][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইতিহাসের সাক্ষী চান্দিনার রাজকালী বাড়ি মন্দির"দৈনিক ইত্তেফাক। ২৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৯ 
  2. BanglaNews24.com। "Print চান্দিনায় রাজকালী বাড়ির কমিটি গঠন"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  3. বাংলাদেশ, আজকের (২০১৯-০৩-১২)। "কুমিলার চান্দিনার রাজকালী বাড়ির মন্দির ইতিহাসের সাক্ষী | Ajker Bangladesh" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  4. "কালের-সাক্ষী-চান্দিনার-রাজকালী-বাড়ি-মন্দির"ই বেলা 

বহিঃসংযোগ সম্পাদনা