রমনীলাল কিরচাঁদ গান্ধী

ভারতীয় শিশু শল্য চিকিৎসক

রমনীলাল কিরচাঁদ গান্ধী (১৮ জানুয়ারী ১৯২৯ - ৪ জুন ২০০৩) ছিলেন একজন ভারতীয় শিশু শল্য চিকিৎসক, চিকিৎসা শিক্ষাবিদ, লেখক এবং অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়ার সভাপতি।[১]

রমনীলাল কিরচাঁদ গান্ধী
জন্ম১৮ জানুয়ারী ১৯২৯
খানপার, ওয়াঙ্কানের, গুজরাট, ভারত
মৃত্যু১৪ জুন ২০০৩(2003-06-14) (বয়স ৭৪)
পেশাশিশু শল্য চিকিৎসক
দাম্পত্য সঙ্গীমধু
পুরস্কারপদ্মশ্রী

প্রাথমিক জীবন সম্পাদনা

রমনীলাল ১৯২৯ সালের ১৮ জানুয়ারী ভারতের গুজরাট রাজ্যের ওয়াঙ্কানেরের খানপারে একটি সাধারণ জৈন পরিবারে[২] জন্মগ্রহণ করেন। তিনি রাজকোট থেকে বিদ্যালয়ের পড়া শেষ করেন। এরপর মুম্বাই-এর কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল এবং শেঠ গোরধনদাস সুন্দরদাস মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক হন। এই পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন। চিকিৎসক হিসাবে কাজ করার সময় তিনি একই ইনস্টিটিউট থেকে শিশু শল্য চিকিৎসায় স্নাতকোত্তর করেন।

কর্মজীবন সম্পাদনা

রমনীলাল অ্যাসোসিয়েশন অফ সার্জন অফ ইন্ডিয়ার সভাপতি ছিলেন। তিনি ১৯৬৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান জার্নাল অফ সার্জারি পত্রিকার সম্পাদকের ভূমিকাও পালন করেন।[১] তিনি এডিনবার্গের রয়্যাল কলেজ অফ সার্জনস-এর সম্মানিত ফেলো ছিলেন।[৩] ১৯৮৩ সালে প্রকাশিত জি.ডি. আধিয়ার্স অপারেটিভ সার্জারি অ্যান্ড ইন্সট্রুমেন্টস্ বইটির তিনি সহ-লেখক।[৪]

সম্মাননা এবং পুরস্কার সম্পাদনা

১৯৮৫ সালে ভারত সরকার রমনীলালকে চতুর্থ সর্বোচ্চ ভারতীয় অসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে।[৫]

মৃত্যু সম্পাদনা

তিনি ২০০৩ সলের ১৪ জুন ৭৪ বছর বয়সে মারা যান।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Tehemton E. Udwadia (মে ২০০৩)। "Dr Ramniklal K. Gandhi"Indian Journal of Surgery65 (3): 227। আইএসএসএন 0972-2068 
  2. "Padma Shri Awardees From Jain Community"। Jain Samaj। ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৫ 
  3. "Fellows and Members List"। The Royal College of Surgeons of Edinburgh। ২০১৫। ২২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৫ 
  4. G. D. Adhia; Ramniklal Kirchand Gandhi; Shrenik Shah (১৯৮৩)। G.D. Adhia's Operative Surgery and Instruments। National Book Depot। পৃষ্ঠা 292। 
  5. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৫