রবীন্দ্র সরকার

ভারতীয় কবি

রবীন্দ্র সরকার (ইংরেজি: Rabindra Sarkar)একজন আসামের বিশিষ্ট কবি৷তার ধূলিয়ারি ভরির সাঁচ নামক কবিতা সংকলনের জন্য ২০১৩ সালে তিনি সাহিত্য একাডেমী পুরস্কার লাভ করেন৷[১] পুরস্কার হিসেবে তামার প্লেট, একটা সনদ ও এক লক্ষ টাকা প্রদান করা হয়।[২][৩][৪][৫][৬]

রবীন্দ্র সরকার
জন্ম
পেশাকবি

প্রথম জীবন সম্পাদনা

কৰ্মজীবন সম্পাদনা

রবীন্দ্র সরকার আসামে ভারতীয় জীবন বীমার মাধ্যমে কৰ্মজীবন শুরু করেন৷ ১৯৯৭ সালে তিনি কলকাতায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ২০০০ সালে তিনি অবসর গ্ৰহণ করেন৷ [৭]

অবদান সম্পাদনা

তথ্য সংগ্ৰহ সম্পাদনা

  1. "দৈনিক বাতৰি কাকতত প্ৰকাশিত বাতৰি"। ২২ জানুৱাৰী, ২০১৪। ২৮ জুন ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 22 জানুৱাৰী 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "আমাৰ অসম কাকতত প্ৰকাশিত বাতৰি"। ২২ জানুৱাৰী, ২০১৪। ১১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 22 জানুৱাৰী 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "টাইমছ অৱ ইণ্ডিয়া-(ক)"। সংগ্রহের তারিখ জানুৱাৰী 23, 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "দ্য আসাম ট্ৰিবিউন"। সংগ্রহের তারিখ জানুৱাৰী 23, 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "নেট ইণ্ডিয়ান"। সংগ্রহের তারিখ জানুৱাৰী 23, 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  6. "টাইমছ অৱ ইণ্ডিয়া-(খ)"। সংগ্রহের তারিখ জানুৱাৰী 23, 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  7. "দৈনিক জনমভূমি কাকতত প্ৰকাশিত বাতৰি"। ২২ জানুৱাৰী, ২০১৪। ২৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 22 জানুৱাৰী 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা