রবীন্দ্রচন্দ্র সেন

রবীন্দ্রচন্দ্র সেন ব্রিটিশ ভারতের সিলেট জেলায় ১ জানুয়ারী ১৯০৮ সালে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হয় ৪ মে ১৯৮২ সালে।

রবীন্দ্রচন্দ্র সেন
জন্ম(১৯০৮-০১-০১)১ জানুয়ারি ১৯০৮
সিলেট, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৪ মে ১৯৮২(1982-05-04) (বয়স ৭৪)
জাতীয়তাভারতীয়
পেশারাজনীতি, ফরোয়ার্ড ব্লক, রংপুর শাখা
পরিচিতির কারণভারতীয় বিপ্লবী

বিপ্লবী জীবন সম্পাদনা

সতীর্থদের কাছে মণি সেন নামে পরিচিত এই বিপ্লবী বিদ্যালয়ের পাঠ শেষ করার আগে থেকেই বেঙ্গল ভলেন্টিয়ারসের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকেই বিপ্লবীদের সঙ্গে সখ্যতা হয়। ঢাকা শহরে লোম্যান হত্যার অভিযোগে গ্রেপ্তার হন। পরে মুক্তি পান। পরে পুনরায় ঢাকা শহরে এলে আবার ১৯৩২ সালে গ্রেপ্তার হন এবং প্রথমে ঢাকা জেল এবং পরে মেদিনীপুরের হিজলী জেলে অবরুদ্ধ হন। ১৯৩৭ সালে অন্য়ান্য় সকল বিপ্লবীদের সাথে তিনিও মুক্তি লাভ করেন। পরে সুভাসচন্দ্র বসুর ফরোয়ার্ড দলে যুক্ত হন এবং রংপুর জেলা সংগঠনের ভার পান।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. মৃত্যুঞ্জয়ী। কলকাতা: পশ্চিমবঙ্গ তথ্য় ও সংস্কৃতি দপ্তর। ১৫ আগস্ট ১৯৯৭। পৃষ্ঠা ২৯৫।