রণাসন রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি অ-তোপ সেলামী ক্ষুদ্র দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বোম্বে প্রেসিডেন্সির বরোদা এবং গুজরাত রাজ্য এজেন্সির মহীকাণ্ঠা এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] বর্তমানে এটি গুজরাত রাজ্যের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। রাজ্যটির রাজধানী ছিল রণাসন, যা রাজ্য গঠনের পর সবরকাণ্ঠা জেলায় অবস্থিত। এছাড়াও রাজ্যটিতে ছিল রাজধানী নিকটস্থ তালোদ পৌরসভা।

রণাসন রাজ্য
રણાસણ
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দী–১৯৪৩
রণাসন রাজ্যের পতাকা
পতাকা

ডানদিকে অবস্থিত চিত্রাংশে নীল রঙে দর্শিত রণাসন রাজ্য
আয়তন 
• ২৯০১
৭৮ বর্গকিলোমিটার (৩০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ২৯০১
৩,১৮৩
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দী
• বরোদা রাজ্যে সংযুক্তি
১৯৪৩
উত্তরসূরী
বরোদা রাজ্য
রণাসন দেশীয় রাজ্য

ইতিহাস সম্পাদনা

রাজ্যটির প্রতিষ্ঠাকাল সম্পর্কে সুস্পষ্ট ধারণা বিশেষ নেই৷ রাজ্যটি রেহবার হিন্দু ক্ষত্রিয় রাজগোষ্ঠির পারমার রাজবংশীয় রাজপুত দ্বারা শাসিত হতো৷[২]

১৯৪৩ খ্রিস্টাব্দের ১০ই জুলাই বরোদা রাজ্যতে সংযুক্ত হওয়ার জন্য সংযুক্তকরণের বিষয় হিসাবে এটি ঘোষিত দেশীয় রাজ্য হয়ে ওঠে৷ বৃহত্তর এজেন্সি গঠনের লক্ষ্যে পূর্ববর্তী ও পরবর্তী বহু দেশীয় রাজ্যের মতো এটিও বরোদা এজেন্সিতে স্থানান্তরিত হয়৷[৩] রাজ্যটির শেষ শাসক ঠাকুর যশবন্ত সিং রেহবার বরোদা রাজ্যে সংযুক্তি থেকে ভারতের স্বাধীনতালাভ অবধি নামমাত্র এই রাজ্যটি শাসন করতেন৷ ১ মে ১৯৪৯ খ্রিস্টাব্দে বরোদা একীভূতকরণের দলিল স্বাক্ষরিত করে ভারতীয় অধিরাজ্যে যোগদান করলে এই রাজ্যটিও ভারতের বোম্বে রাজ্যের অংশীভূত হয়৷[তথ্যসূত্র প্রয়োজন]

শাসকবর্গ সম্পাদনা

রণাসন দেশীয় রাজ্যের শাসকগণ ঠাকুর উপাধিতে ভূষিত হতেন৷[৪]

  • .... – .... রাজসিংজী
  • .... – .... সুরসিংজী রাজসিংজী
  • .... – .... গবীরদাসজী সুরসিংজী
  • .... – .... আদেসিংজী গবীরদাসজী
  • .... – ১৭৬৮ ভরতসিংজী আদেসিংজী
  • ১৭৬৮ – ১৮০২ খুমানসিংজী আদেসিংজী
  • ১৮০২ – ১৮২৮ মাকনসিংজী খুমানসিংজী
  • ১৮২৮ – ১০.. রাইসিংজী মাকনসিংজী
  • ১০.. – ১৮৭৯ বাজেসিংজী সর্তানসিংজী
  • ১৮৭৯ – ১৮৪২ লালসিংজী নরসিংজী
  • ১৮৪২ – ১৮.. সর্তানসিংজী করণসিংজী
  • ১৮..- ৫ ফেব্রুয়ারি ১৮৯০ হামিরসিংজী বাজেসিংজী
  • ৫ ফেব্রুয়ারি ১৮৯০ – ২৮ এপ্রিল ১৯১৪ কিশোরসিংজী জীবতসিংজী
  • ২৮ এপ্রিল ১৯১৪ – ৫ আগস্ট ১৯১৭ প্রতিসিংজী ফতেসিংজী
  • ৫ আগস্ট ১৯১৭ – ১৯৩৮ তখতসিংজী ফতেসিংজী
  • ২ ডিসেম্বর ১৯৩৮ – ১৯৪৭ যশবন্তসিংজী তখতসিংজী

তথ্যসূত্র সম্পাদনা

  1. Imperial Gazetteer of India, v. 20, p. 127.
  2. Rajput Provinces of India – Ranasan (Princely State)
  3. McLeod, John; Sovereignty, power, control: politics in the States of Western India, 1916–1947; Leiden u.a. 1999; আইএসবিএন ৯০-০৪-১১৩৪৩-৬; p. 160
  4. Ranasan Princely State