যোগেন্দ্রনাথ গুপ্ত

বাংলা সাহিত্যিক, নাট্যকার ও গবেষক

যোগেন্দ্রনাথ গুপ্ত (জন্ম: ২২ মার্চ ১৮৮৩ - মৃত্যূ: মে, ১৯৬৫) একজন সাহিত্যিক এবং গবেষক। তিনি বাংলা ভাষায় প্রথম বিয়োগান্তক বা ট্র্যাডেজি নাটক কীর্তিবিলাস রচনা করেন। শিশুভারতী নামের বিখ্যাত কোষগ্রন্থের সম্পাদনা তার উল্লেখযোগ্য কীর্তি। তিনি কৈশোরক পত্রিকার সম্পাদক ছিলেন। তার রচিত বাংলার ডাকাত বইখানি উল্লেখযোগ্য। ইতিহাসসাহিত্যের বিভিন্ন বিভাগে তার গবেষণামূলক অবদান স্মরণীয়।[১]

জন্ম ও শৈশব সম্পাদনা

যোগেন্দ্রনাথ গুপ্ত বর্তমান বাংলাদেশের ঢাকার মূলচরের নিবাসী ছিলেন। মাতা মোক্ষদাসুন্দরী।

রচিত গ্রন্থ সম্পাদনা

যোগেন্দ্রনাথ অল্পবয়সেই সাহিত্যচর্চা শুরু করেন। ১০০টিরও বেশি বই লেখেন। ইতিহাস ও সাহিত্যের বিভিন্ন বিভাগে তার গবেষণামূলক অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি বিশ্বের ইতিহাস ২১ খণ্ডে রচনা করেছিলেন। তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল -

  • বাংলার ডাকাত
  • বিক্রমপুরের ইতিহাস
  • কেদার রায়
  • ধ্রুব
  • প্রহ্লাদ
  • ভীমসেন
  • বঙ্গের মহিলা কবি
  • কল্পকথা (ছোটগল্প)
  • তসবীর (নাটক)
  • হিমালয় অভিযান
  • কবিতা মঞ্জরী
  • সাহিত্যিক

তথ্যসূত্র সম্পাদনা

  1. সুবোধ সেনগুপ্ত এবং অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৬১০, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬