যাত্রাবালা (রূপবানে নাচে কোমর দুলাইয়া)

মিলা ইসলামের গাওয়া বাংলা পপ সংগীত

যাত্রাবালা, ২০০৭ সালে প্রকাশিত একটি আধুনিক বাংলা পপ সংগীত। খেমটা তালের সংগীত বা গানটি রূপবানে নাচে কোমর দুলাইয়া নামে সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয়। শাহান কবন্ধের গীতিতে মিলা ইসলামের গাওয়া এই গানের সুর ও সংগীত আয়োজন করেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি স্টুডিও অ্যালবাম 'ফুয়াদ ফিচারিং মিলা চ্যাপ্টার ২' এর অন্তর্গত।[১][২]

"রূপবানে নাচে কোমর দুলাইয়া"
ফুয়াদ ফিচারিং মিলা চ্যাপ্টার ২ অ্যালবাম থেকে
মিলা ইসলাম কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্তঅডিওঃ অক্টোবর, ২০০৭
ভিডিওঃ ফেব্রুয়ারি, ২০১০
বিন্যাসসিডি, অনলাইন স্ট্রিমিং
রেকর্ডকৃত২০০৭
স্থানঢাকা, বাংলাদেশ
ধারাপপ সংগীত, চলচ্চিত্র সংগীত
দৈর্ঘ্য০৩:৪১
লেবেলজি-সিরিজ (অক্টোবর, ২০০৭- বর্তমান)
গান লেখকশাহান কবন্ধ
সুরকারফুয়াদ আল মুক্তাদির
প্রযোজকফুয়াদ আল মুক্তাদির
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "যাত্রাবালা"
সঙ্গীত ভিডিও
ইউটিউবে তোমাকে বউ বানাবো চলচ্চিত্রে 'যাত্রাবালা'

পটভূমি সম্পাদনা

প্রাথমিকভাবে জানে আলমের জনপ্রিয় গান একটি গন্ধমের লাগিয়া', 'রিমিক্স' করার জন্য ফুয়াদ আল মুক্তাদির একটি সংগীত আয়োজন করেছিলেন। গানটা পুনর্নির্মাণের জন্যে জানে আলমের লিখিত সম্মতি পাওয়া যাবেনা মর্মে এই গানের প্রকাশক সংস্থা জি-সিরিজ একটি গন্ধমের লাগিয়া' গানের পুনর্নির্মাণে আগ্রহী ছিলনা। ফুয়াদ তার তৈরী করা সুরটি নতুন গানে ব্যবহারের জন্য শাহান কবন্ধকে গান লেখার অনুরোধ করেছিলেন। পরবর্তীতে শাহান কবন্ধের রচিত 'রূপবানে নাচে কোমর দুলাইয়া' গীতির উপর ফুয়াদ তার তৈরীকৃত সুর আরোপ করেন।[৩]

মুক্তিলাভ সম্পাদনা

অক্টোবর, ২০০৭ সালে অডিও প্রকাশনা সংস্থা জি-সিরিজের ব্যানারে 'ফুয়াদ ফিচারিং মিলা চ্যাপ্টার ২' অ্যালবামের চার নম্বর গান হিসেবে সিডি ফরম্যাটে প্রকাশিত হয়েছিল।[২] মিলা ইসলাম এই গানের মিউজিক ভিডিও নিজস্ব ইউটিউব চ্যানেল হতে ১০ ফেব্রুয়ারি, ২০১০-এ অবমুক্ত করেন।[৪] চলচ্চিত্রের সংস্করণটি ৭ আগস্ট, ২০০৮ তারিখে প্রেক্ষাগৃহে এবং ১৬ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়।[৫]

জনপ্রিয়তা ও চলচ্চিত্রে ব্যবহার সম্পাদনা

অ্যালবাম প্রকাশের এক মাসের মধ্যে এই গান জনপ্রিয় হয়।[৩] গানটি এফএম বেতার, স্যাটেলাইট টেলিভিশনের সংগীতানুষ্ঠানে বহুবার সম্প্রচারিত হয়। মিলা ইসলাম বিভিন্ন অনুষ্ঠানে এই গান গেয়ে গানটির জনপ্রিয়তা বাড়িয়েছেন। জনপ্রিয়তার নিরিখে গানটি বাংলা চলচ্চিত্রেও স্থান করে নেয়। ২০০৮ সালে তোমাকে বৌ বানাবো চলচ্চিত্রে এই গানের ব্যবহার করা হয়েছে। চলচ্চিত্রে এই গানের চিত্রায়ণে শাবনূরমিশা সওদাগর অভিনয় করেছেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. G-Series (২০১৬-০৭-০২)। "Bangla Full Album | Chapter 2 | Fuad Featuring Mila | Audio Jukebox | Official"www.youtube.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৫ 
  2. "FUAD featuring MILA Chapter 2 — Mila"Last.fm (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৫ 
  3. "ফুয়াদের জনপ্রিয় চার"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৫ 
  4. "MILA Islam - Jatrabala - Official Video"Youtube। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৬ 
  5. "Rupbane Nache Komor Dulaiya | ft Shabnur , Misha Sawdagor | by Mila | Tomake Bou Banbo"