মেগচামী ইউনিয়ন

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার একটি ইউনিয়ন

মেগচামী ইউনিয়ন, বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী উপজেলাধীন একটি ইউনিয়ন। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালের ২১ নভেম্বর।

মেগচামী
ইউনিয়ন
মেগচামী ঢাকা বিভাগ-এ অবস্থিত
মেগচামী
মেগচামী
মেগচামী বাংলাদেশ-এ অবস্থিত
মেগচামী
মেগচামী
বাংলাদেশে মেগচামী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩২′৪৭″ উত্তর ৮৯°৩৭′৪৩″ পূর্ব / ২৩.৫৪৬৩৯° উত্তর ৮৯.৬২৮৬১° পূর্ব / 23.54639; 89.62861 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাফরিদপুর জেলা
উপজেলামধুখালী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান সম্পাদনা

মেগচামী ইউনিয়নের উত্তরে জামালপুর ইউনিয়ন (রাজবাড়ী জেলা), দক্ষিণে কোড়কদী ইউনিয়ন, পশ্চিমে জঙ্গল ইউনিয়ন এবং পূর্বদিকে গাজনা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক বিন্যাস সম্পাদনা

এই ইউনিয়নের মোট ওয়ার্ডের সংখ্যা ৯ টি।

দর্শনীয় স্থান সম্পাদনা

  • চন্দনা নদী মেগচামী ইউনিয়নের একটি দর্শনীয় স্থান।
  • খিদিরের বটগাছ একটি দর্শনীয় বৃহৎ বটগাছ।
  • ঐতিহ্যবাহী মেগচামী মৃধা বাজার

শিক্ষা সম্পাদনা

শিক্ষা প্রতিষ্ঠান

অর্থনীতি সম্পাদনা

কৃষি কাজ প্রধান পেশা। এখানে প্রচুর পরিমাণ পাট, ধান, পিঁয়াজ, রসুন ইত্যাদি উৎপাদিত হয়। এছাড়াও অন্যান্য পেশার লোক রয়েছে।

রাস্তাঘাট সম্পাদনা

মধুখালী উপজেলা টু বালিয়াকান্দি উপজেলা মধ্যে আন্তঃউপজেলার একমাত্র ডিস্ট্রিক্ট বোর্ড রোডটিই শুধু পাকা সড়ক; বাকী প্রায় সব রাস্তাঘাটই কাঁচা সড়ক।

আদিবাসী সম্পাদনা

এই ইউনিয়নে কোন আদিবাসী জনসাধারণ নেই

[১] [২] [৩] [৪]

তথ্যসূত্র সম্পাদনা