মুহম্মদ ওয়ায়েছ

বাংলাদেশী রাজনীতিবিদ

এডভোকে মুহম্মদ ওয়ায়েছ একজন বাংলাদেশী রাজনীতিবিদ ছিলেন। পাকিস্তান আমলে তিনি আইনসভাজাতীয় পরিষদের সদস্য ছিলেন।[১]

মুহম্মদ ওয়ায়েছ
রংপুর-৪ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৬৫ – ১৯৭০
পূর্বসূরীশফিকুল গনি স্বপন
ব্যক্তিগত বিবরণ
জন্মবেতগাড়ি, গংগাচড়া, রংপুর জেলা
মৃত্যুবেতগাড়ি, গংগাচড়া
নাগরিকত্বভারতীয়পাকিস্তান
রাজনৈতিক দলমুসলিমলীগ পূর্ব পাকিস্তান
দাম্পত্য সঙ্গী১ জন

পরিচয়

সম্পাদনা

তাঁর বাবা হলেন আব্দার রহিম সরকার। তিনি বেতগাড়ির মিয়া পাড়ায় জন্মগ্রহণ করেন।[২]

শিক্ষা ও কর্মজীবন

সম্পাদনা

মুহম্মদ ওয়ায়েছ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এল. এল. বি. পাশ করে রংপুর জজ কোর্টে আইন পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ব্রিটিশ ও পাকিস্তান আমলে সিনিয়র আইনজীবী হিসেবে বিভিন্ন সময়ে পি.পি.-এর দায়িত্ব পালন করেন। তিনি পূর্ব পাকিস্তান মুসলিম লীগের নেতা হওয়ায় ১৯৪৭ সালে আইনসভা র সদস্য (এম.এল.এ.) এবং ১৯৬৫ সালে রংপুর-৪ আসন থেকে জাতীয় পরিষদের সদস্য (এম.এন.এ.) নির্বাচিত হয়েছিলেন।[১][৩]

তিনি রংপুরবাসীর জন্য অনেক জনহিতকর কাজ করেছেন। তন্মধ্যে- তিনি শ্যালক কাজী কাদেরের (পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন) সাথে রংপুর মেডিকেল কলেজ স্থাপনে সক্রিয় ভূমিকা পালন করেন। কাকিনার জমিদারি নিলামে ক্রয় করে লালমনিরহাট জেলা কালেক্টরেটকে বিনা শর্তে প্রদান করেন। তিনি আরবী ও ফার্সী ভাষায় প্রচুর জ্ঞান রাখতেন। তাঁর কণ্ঠ ছিল শুমধুর। এজন্য করাচীতে অনুষ্ঠিত আইনসভা অনুষ্ঠানে তিনি কুরআন তেলওয়াত করতেন।[২]

সন্তান

সম্পাদনা

তাঁর দু’ছেলের মধ্যে ১ম জন মাহফুজার রহমান লন্ডন প্রবাসী এবং ২য় জন আমিনুর রহমান সাব রেজিস্টার ছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ নির্বাচন, এবিএম রিয়াজুল কবীর কাওছার, আগামী প্রকাশন, ঢাকা, ২০০৬, পৃ. ৭১৭।
  2. গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য, মো. মাহমুদুল আলম, লেখক সংসদ, রংপুর, ২০১৩, পৃ. ১৮৭।
  3. "LIST OF MEMBERS OF THE 4TH NATIONAL ASSEMBLY OF PAKISTAN FROM 1965-1969" [পাকিস্তানের ৪র্থ জাতীয় পরিষদের সদস্যদের তালিকা ১৯৬৫-১৯৬৯] (পিডিএফ)na.gov.pk (ইংরেজি ভাষায়)।