মুর্শিদাবাদ উপনির্বাচন, ১৯৭২

১৫ মার্চ ১৯৭২ সালে লোকসভার (ভারতের সংসদের নিম্নকক্ষ) মুর্শিদাবাদ আসনের জন্য উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।[১] বর্তমান সংসদ সদস্য চৌধুরী আবু তালেবের মৃত্যুর পর এ উপনির্বাচন ডাকা হয়।[২]

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র উপনির্বাচন, ১৯৭২

 
প্রার্থী মুহাম্মদ খোদা বকশ এস বদরুদ্দুজা
দল কংগ্রেস স্বতন্ত্র

নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস (আই) এর মুহম্মদ খোদা বক্স জয়ী হন।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Malabasri Das (১৯৯৯)। Parliamentary Elections in West Bengal, 1952-1999। Government of West Bengal। পৃষ্ঠা 102। 
  2. Election Commission of India. Bye-election results 1952-95