মুরি

ভারতের ঝাড়খন্ডের ছোট্ট শহর

মুরি হল ভারত এর ঝাড়খণ্ড রাজ্যের একটি শহর। শহরটি সুবর্ণরেখা নদী তীরে অবস্থিত।

মুরি
শহর
মুরির স্কাইলাইন
মুরি ঝাড়খণ্ড-এ অবস্থিত
মুরি
মুরি
স্থানাঙ্ক: ২৩°১৩′ উত্তর ৮৫°৪৬′ পূর্ব / ২৩.২২° উত্তর ৮৫.৭৭° পূর্ব / 23.22; 85.77
দেশ ভারত
রাজ্যঝাড়খণ্ড
জেলারাঁচি
আয়তন
 • মোট৫.৭২ বর্গকিমি (২.২১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১২,৭৪৪[১]

ভূগোল সম্পাদনা

শহরটি ছোটনাগপুর মালভূমির উপর অবস্থিত। এই শহরের উচ্চতা সমুদ্র সমতল থেকে প্রায় ২৮০ মিটার। এই শহরের পাশ দিয়ে সুবর্ণরেখা নদী প্রবাহীত হয়েছে।

জনসংখ্যা সম্পাদনা

২০০১ সালের জনগনোনায় মুরির মোট জনসংখ্যা ১১,৯৯৯ জন। তার মধ্যে ৫৩% পুরুষ ও ৪৭% মহিলা। গড় স্বাক্ষরতার হার ৭৩%। ৬ বছরের কম বয়স্ক জনসংখ্যার হার ১২%।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

শহরটি ১ নং রাজ্য সড়ক দ্বার রাঁচির সঙ্গে যুক্ত। এছাড়া মুরি জংসন স্টেশন দ্বারা রাঁচি,কলকাতা,ধানবাদ প্রভৃতি শহরের সঙ্গে যুক্ত।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Muri City Population Census 2011"। সংগ্রহের তারিখ ০৫-১০-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Muri Express derails in UP 4 dead"টাইমস ওফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ০৫-১০-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)