ফেসিয়াল (যৌন ক্রিয়া)

(মুখমণ্ডলে বীর্যপাত থেকে পুনর্নির্দেশিত)

মুখমণ্ডলে বীর্যপাত/ মুখে বীর্যপাত/ মুখে বীর্য ফেলা/ ফেসিয়াল (ইংরেজি: facial) একধরনের যৌনক্রিয়া যাতে পুরুষ তার সঙ্গীর মুখের উপর বীর্যপাত করে।

চিত্র:Wiki-facial.png
একটি মুখের বাঁড়ার চিত্র, যেখানে একজন পুরুষ একজন মহিলার মুখে বীর্য ক্ষরণ করে।

যৌন উত্তেজনা যখন চরমে উঠে এবং যখন বীর্য বের হওয়ার সময় হয়, তখন পুরুষ তার লিঙ্গ এমনভাবে রাখে যাতে তার বীর্য সঙ্গীর মুখের উপর পড়ে। বীর্যপাতের পরিমাণ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যেমনঃ পুরুষের স্বাস্থ্য, বয়স, তার যৌন উত্তেজনার মাত্রা, শেষ কখন বীর্যপাত করা হয়েছিল।[১]

স্বাস্থ্য ঝুঁকি সম্পাদনা

শারীরিক রসের সংযোগ আছে এমন যেকোনো যৌনক্রিয়াতে যৌনবাহিত রোগের ঝুঁকি থাকে। তবে বীর্য স্বাভাবিকভাবে নিরাপদ যদি এটা মুখের উপর ফেলা হয় অথবা খাওয়া হয়।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০০৮ 
  2. Mann, Thaddeus (1981) [1981]. Male Reproductive Function and Semen. Springer|isbn=978-0-387-10383-9