মীর আহমদ বিন কাসেম

মীর আহমদ বিন কাসেম, যিনি আরমান নামেও পরিচিত, একজন বাংলাদেশী ব্যারিস্টার এবং মানবাধিকার কর্মী, যিনি বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে বলপূর্বক গুমের শিকার বলে অভিযোগ রয়েছে [১]। মীর আহমেদ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত-ই-ইসলামীর বিশিষ্ট নেতা প্রয়াত মীর কাসেম আলীর ছেলে এবং অপহরণের পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য ছিলেন। [২] [৩] [৪]

মীর আহমেদ বিন কাসেম
জন্ম
ঢাকা
অন্যান্য নামআরমান
পেশাব্যারিস্টার
পরিচিতির কারণবাংলাদেশে গুম/ অপহরণের শিকার

প্রাথমিক জীবন ও শিক্ষা সম্পাদনা

মীর আহমদের ঢাকার মিরপুরে জন্মগ্রহন করেন। দুই ভাই তিন বোনের মাঝে তিনি তৃতীয়।

মীর আহমদে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইংলিশ মিডিয়ামে ও-লেভেল এবং এ-লেভেল পাশ করেন।[৫] পরবর্তীতে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং ২০০৭ সালে যুক্তরাজ্যের বিখ্যাত লিনকন ইন থেকে বার-এট-ল সম্পন্ন করেন। এর পর বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ডাক পেয়ে ব্যারিস্টার উপাধি অর্জন করেন । [৬] [৭]

অপহরণ সম্পাদনা

মীর আহমেদের স্ত্রী তাহমিনা আখতারের বরাত দিয়ে মঙ্গলবার, ১০ আগস্ট, ২০১৬, রাত পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোন ওয়ারেন্ট ছাড়াই ব্যারিস্টার আহমেদ বিন কাসেমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।[৮][৫]

মানবাধিকার সংস্থার বিবৃতি সম্পাদনা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তার অপহরণের বিষয়ে রিপোর্ট এবং তার মুক্তির আহ্বান জানানো হয়েছে। [৩][৪]

আগস্টে ২০২১ এ প্রকাশিত ৫৭ পৃষ্টার এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে বলপূর্বক গুমের শিকার হওয়া ৮৬ জনের মধ্যে মীর আহমেদের নাম উল্লেখ করেছেন। [৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাশেম আলীর ছেলেকে তুলে নেয়ার অভিযোগ পরিবারের"BBC News বাংলা। ২০১৬-০৮-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৬ 
  2. "Third Anniversary of Mir Ahmad bin Quasem's Abduction"Free Arman - Ahmad Bin Quasem (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯ 
  3. "Bangladesh: Halt imminent execution of Mir Quasem Ali after unfair trial"Amnesty International Australia (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৮-৩০। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯ 
  4. "Bangladesh: Man Released From Long Secret Detention"Human Rights Watch (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-০২। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯ 
  5. "ফিরে আসুক আরমান – বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৯ 
  6. "Barrister abducted without trace for two years"Counsel Magazine (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২০ 
  7. "Mir Ahmad Bin Quasem Profile"Linkedin 
  8. প্রতিবেদক, জ্যেষ্ঠ। "মীর কাসেমের ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ"bdnews24। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৯ 
  9. "Bangladesh: 86 Victims of Enforced Disappearance Still Missing; UN Should Ban Death Squad from Peacekeeping Missions"। Human Rights Watch। ১৬ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১