মিহির রঞ্জন হালদার

কুয়েটের উপাচার্য

মিহির রঞ্জন হালদার (জন্ম: ১৯৬১) একজন বাংলাদেশী প্রকৌশলী ও শিক্ষাবিদ। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য।[১]

মিহির রঞ্জন হালদার
উপাচার্য
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০২২
পূর্বসূরীকাজী সাজ্জাদ হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬১ (বয়স ৬২–৬৩)
পারবটিয়াঘাটা, বটিয়াঘাটা, খুলনা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
মাতাসুন্দরী হালদার
পিতাহরেন্দ্র নাথ হালদার
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী
ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইড, যুক্তরাজ্য
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর, ভারত
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

জন্ম সম্পাদনা

তিনি ১৯৬১ সালে খুলনার বটিয়াঘাটা উপজেলার পারবটিয়াঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা হরেন্দ্র নাথ হালদার ও মায়ের নাম সুন্দরী হালদার।[২]

শিক্ষাজীবন সম্পাদনা

মিহির রঞ্জন হালদার তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), রাজশাহী থেকে ১৯৮২ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইড থেকে ১৯৯১ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং ও ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

মিহির রঞ্জন হালদার ১৯৮৪ সালে তৎকালীন বিআইটি, রাজশাহীতে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৮৬ সালে একই পদে যোগ দেন বিআইটি, খুলনায়। এরই ধারাবাহিকতায় তিনি ১৯৮৭ সালে সহকারী অধ্যাপক, ২০০২ সালে সহযোগী অধ্যাপক ও ২০০৪ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক পদে উন্নীত হন।

কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, একাধিক বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষার্থী হলের প্রভোস্ট, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ), কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, রুয়েটের সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মিহির রঞ্জন হালদার ২০২২ সালে পরবর্তী চার বছরের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।[৩]

প্রকাশনা সম্পাদনা

দেশে ও বিদেশের বিভিন্ন জার্নালে তার ৪০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড. মিহির রঞ্জন"ঢাকা ট্রিবিউন। ১ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২ 
  2. "কুয়েটের ভাইস-চ্যান্সেলর হলেন ড. মিহির রঞ্জন"যুগান্তর। ১ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২ 
  3. "কুয়েটের নতুন ভিসি অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার"দ্য ডেইলি স্টার। ১ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২ 
  4. "কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক মিহির রঞ্জন হালদার"সমকাল। ১ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২