মিশআল কাসিম আল শাম্মারি (আরবি: مشعل الشمري, ইংরেজি: Meshaal Al-Shammeri; জন্ম: ১৯ জানুয়ারি ১৯৯৫; মিশআল আল শাম্মারি নামে সুপরিচিত) হলেন একজন কাতারি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কাতার স্টার্স লিগের ক্লাব আল সাইলিয়াহের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

মিশআল আল শাম্মারি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মিশআল কাসিম আল শাম্মারি
জন্ম (1995-01-19) ১৯ জানুয়ারি ১৯৯৫ (বয়স ২৯)
জন্ম স্থান দোহা, কাতার
উচ্চতা ১.৬৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল সাইলিয়াহ
জার্সি নম্বর ১১
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৮ আল সাদ ৩০ (৫)
২০১৮আল খুরাইতিয়াত (ধার) (১)
২০১৮– আল সাইলিয়াহ ৪১ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:০১, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মিশআল কাসিম আল শাম্মারি ১৯৯৫ সালের ১৯শে জানুয়ারি তারিখে কাতারের দোহায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Al Sailiya"QSL। ২৩ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 
  2. "الفريق الأول"نادي السيلية الرياضي – نادي السيلية الرياضي (আরবি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০২০। ৮ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা