মিনার মনসুর

বাংলাদেশী কবি, প্রাবন্ধিক ও গবেষক

মিনার মনসুর (জন্ম ২০ জুলাই, ১৯৬০) কবি, প্রাবন্ধিক ও গবেষক। বর্তমানে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।[২] সত্তরের দ্বিতীয়ার্ধে লেখালেখির শুরু করা মিনার মনসুর সম্পাদক, প্রকাশক ও সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পঁচাত্তর-পরবর্তীকালে।[৩] বিপুল জনপ্রিয়তার গুণে তিনি চাকসুর বার্ষিকী সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধুর হত্যাকান্ডের প্রতিবাদে তাঁর সম্পাদনায় প্রকাশিত প্রথম সংকলন-গ্রন্থ ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ (১৯৭৯; বাংলা একাডেমি, ২০২০)। সে-সময় ‘এপিটাফ’ সম্পাদক হিসেবে চিহ্নিত হয়ে আছে তাঁর স্পর্ধিত তারুণ্য। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘এই অবরুদ্ধ মানচিত্রে’ (১৯৮৩) সামরিক সরকারের গাত্রদাহের কারণে নিষিদ্ধ হয়।[৪] তিনি জাতীয় কবিতা পরিষদ ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। জাতীয় প্রেসক্লাবের সদস্য, বাংলা একাডেমির জীবন সদস্য এবং এশিয়াটিক সোসাইটির সদস্য।[৫] তার স্ত্রী তাহমিন আরা এবং সন্তান আলোকিতা তাহমিন মনসুর (কন্যা) ও অদম্য স্বাপ্নিক মনসুর (পুত্র)।[৬] ২০২৪ সালে তিনি ভাষা ও সাহিত্য বিভাগে একুশে পদক লাভ করেন।[১]

মিনার মনসুর
জন্ম(১৯৬০-০৭-২০)২০ জুলাই ১৯৬০
মাতৃশিক্ষায়তনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পেশাকবি, প্রাবন্ধিক ও গবেষক
পুরস্কারএকুশে পদক (২০২৪)[১]

জন্ম, শিক্ষা ও কর্মজীবন সম্পাদনা

মিনার মনসুর ১৯৬০ সালের ২০ জুলাই চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (১৯৮৩) ও স্নাতকোত্তর (১৯৮৪) পাশ করেন। উভয় পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির জন্যে শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতি পুরস্কার পান।[৭] ২০১৯ সালের ৬ মে দুই বছরের জন্য এবং ২০২১ সালের ১২ জুলাই পুনরায় তিন বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ পান।[৮] এর আগে তিনি দৈনিক 'সংবাদ' এর সহকারী সম্পাদক এবং পরে প্রধান ও সহকারী সম্পাদক হিসেবে 'দৈনিক ইত্তেফাক' এ কর্মরত ছিলেন।[৯]

সাহিত্য ভাবনা সম্পাদনা

মিনার মনসুর মূলত কবি। তবে গদ্যেও দ্যুতিময় তার কলম।[১০] তার কবিতায় সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি দেশপ্রেম ও দ্রোহ একসঙ্গে চিত্রায়িত হয়েছে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি, মিথ, ও ঐতিহ্য তাঁর কবিতার পরতে-পরতে লুকিয়ে আছে। তিনি গ্লোবাল ভিলেজ ধারণায় বিশ্বাসী। তবে 'গ্লোবালাইজেশন অব পয়েট্রি'র বদলে রচনা করেছেন বাংলাদেশের কবিতা। তাই তিনি কবিতায় দুশ্চিন্তা, ভয়, ও দুঃস্বপ্নের পরিমণ্ডলকে প্রাধান্য দিয়ে চারপাশের মানুষের করুণ অবস্থা তুলে ধরেন। তিনি রাষ্ট্রের যুক্তিহীন আচরণ ও অমানবিকতার স্থির প্রতিচিত্রও তুলে ধরেন।[১১]

প্রকাশিত গ্রন্থ সম্পাদনা

কাব্যগ্রন্থ সম্পাদনা
  • জলের অতিথি (১৯৯৪, দ্বিতীয় সংস্করণ ২০২৩)
  • কবিতাসংগ্রহ (২০০১)
  • মা এখন থেমে যাওয়া নদী (২০১২, দ্বিতীয় সংস্করণ ২০২১)
  • মিনার মনসুরের দ্রোহের কবিতা (২০১৩)
  • মিনার মনসুরের প্রেমের কবিতা (২০১৩)
  • নির্বাচিত কবিতা (২০১৬, চতুর্থ সংস্করণ ২০২৩)
  • আমার আজব ঘোড়া (২০১৯)
  • নির্বাচিত ১০০ কবিতা (২০২০)[১২]
  • পা পা করে তোমার দিকেই যাচ্ছি (কলকাতা, ২০১৬)[১৩]
  • ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম (২০২৩)
  • এই অবরুদ্ধ মানচিত্রে (১৯৮৩, বাজেয়াপ্ত)[১৪];
  • অনন্তের দিনরাত্রি (১৯৮৬)
  • অবিনশ্বর মানুষ (১৯৮৯)
  • আমার আকাশ (১৯৯১)
গল্প গ্রন্থ সম্পাদনা
  • অতল জলের টানে (২০১৭)[১৫]
ছড়ার বই সম্পাদনা
  • হেলাফেলার ছড়া (১৯৮৯)
  • চিরকালের নেতা (২০২০)[১৬]
গবেষণা গ্রন্থ সম্পাদনা
  • হাসান হাফিজুর রহমান: বিমুখ প্রান্তরে নিঃসঙ্গ বাতিঘর (বাংলা একাডেমি, ১৯৯৯, দ্বিতীয় মুদ্রণ ২০২১)
  • ধীরেন্দ্রনাথ দত্ত: জীবন ও কর্ম (বাংলা একাডেমি, ২০১২)[১৭]
প্রবন্ধ গ্রন্থ সম্পাদনা
  • কবি ও কবিতার সংগ্রাম (২০১৩)
  • আমার পিতা নয় পিতার অধিক (২০১৯)
  • মুক্তিযুদ্ধের চেতনার শত্রুমিত্র (২০১৯)
  • বঙ্গবন্ধু কেন দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন (২০২১)
  • কী বার্তা বয়ে আনে ষাটোর্ধ্ব একুশ (২০২১)
  • কালান্তরে কবির মুখ ও মুখোশ (২০২১)[১৮]>
জীবনীগ্রন্থ সম্পাদনা
  • ধীরেন্দ্রনাথ দত্ত (বাংলা একাডেমি, ১৯৯৬)
কিশোর গল্পগ্রন্থ সম্পাদনা
  • জলপাইরঙের একটি হেলমেট আর এক জোড়া বুট (২০১৮)[১৯]
কিশোর ইতিহাসগ্রন্থ সম্পাদনা
  • অনন্য এক পিতাপুত্রীর গল্প (২০২১)
  • অ্যান এক্সট্রাওর্ডিনারি ফাদার-ডটার স্টোরি (২০২২)[২০]
সম্পাদিত গ্রন্থ সম্পাদনা
  • শেখ মুজিব একটি লাল গোলাপ (প্রথম প্রকাশ: ১৯৭৯)
  • শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আত্মকথা (১৯৯৫, যৌথ)
  • মুক্তিযুদ্ধের উপেক্ষিত বীর যোদ্ধারা (২০০৮, দ্বিতীয় সংস্করণ ২০২০);
  • বাংলাদেশের সমাজ, রাজনীতি ও উন্নয়ন: বিশিষ্টজনের ভাবনা (২০১০, দ্বিতীয় সংস্করণ ২০২১ )
  • সিকদার আমিনুল হক রচনাসমগ্র (২০১৫)
  • বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব: স্বপ্ন ও স্বরূপ (২০২৩)[২১]
  • তারুণ্যের চোখে বঙ্গবন্ধু (২০২০)[২২]
  • শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মারকগ্রন্থ (১৯৯৪, যৌথ)

পুরস্কার সম্পাদনা

  • একুশে পদক (২০২৪),[২৩]
  • শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পদক (২০১৭),[২৪]
  • এসবিএসপি সাহিত্য পুরস্কার, বিশেষ সম্মাননা (২০২২)[২৫]
  • শহীদ নূতন চন্দ্র সিংহ স্মৃতি পুরস্কার।[২৬]
  • একুশে পদক (২০২৪)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "একুশে পদক প্রদান-২০২৪ অনুষ্ঠানে প্রাপ্ত সুধীজনদের তালিকা" (পিডিএফ)www.moca.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৩ 
  2. "জাতীয় গ্রন্থকেন্দ্র"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  3. "দ্বিতীয় মেয়াদে গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  4. "কবি মিনার মনসুরের ৬০তম জন্মদিন আজ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  5. "জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে যোগদান করেছেন মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  6. "অবশেষে স্বীকৃতি পেলেন মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  7. "মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  8. "আরও তিন বছরের জন্য পরিচালক মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  9. "জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে যোগদান করেছেন মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  10. "মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  11. "মিনার মনসুরের কবিতা: প্রেমে দ্রোহে মৌনব্রতে ॥ শামস আরেফিন"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  12. "মিনার মনসুর এর বই সমূহ" 
  13. "মিনার মনসুর এর বই সমূহ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  14. "কবি মিনার মনসুরের ৬২তম জন্মদিন আজ" 
  15. "মিনার মনসুর এর বই সমূহ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  16. "মিনার মনসুর এর বই সমূহ" 
  17. "মিনার মনসুর এর বই সমূহ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  18. "মিনার মনসুর এর বই সমূহ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  19. "মিনার মনসুর এর বই সমূহ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  20. "মিনার মনসুর এর বই সমূহ"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  21. "মিনার মনসুর এর বই সমূহ" 
  22. "মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  23. "ভাষা সাহিত্যে একুশে পদক পাচ্ছেন পটিয়ার মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ 
  24. "জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে যোগদান করেছেন মিনার মনসুর"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  25. "এসবিএসপি'র পুরস্কার পাচ্ছেন ৮ কবি ও লেখক"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  26. "মিনার মনসুর"