মা নদী ( ভিয়েতনামী: Sông Mã , লাও : ນ້ຳມ້າ / Nam Ma ) হল উত্তর-পশ্চিম ভিয়েতনামে উৎপন্ন এশিয়ার একটি নদী। এটি ভিয়েতনাম, লাওসের মধ্য দিয়ে ৪০০ কিলোমিটার প্রবাহিত হয়ে এবং আবারও ভিয়েতনাম হয়ে টনকিন উপসাগরে সমুদ্রের সাথে মিলিত হয়েছে।

ভিয়েতনামের থান হোয়া শহরের মা নদী
মা নদী

মা নদীর প্রধান উপনদীগুলি হল চু নদী (লাওসে নাম স্যাম নদী নামেও পরিচিত), বুওই নদী এবং কাও চাই নদী । এই সবগুলি নদী উত্তর মধ্য ভিয়েতনামের থানহ হোয়া প্রদেশে মা নদীতে এসে মিলেছে।

মা নদী সৃষ্ট মা নদীর ব-দ্বীপ (থানহ হোয়া ব - দ্বীপ নামেও পরিচিত) হল ভিয়েতনামের তৃতীয় বৃহত্তম ব-দ্বীপ।

মা নদীর ব-দ্বীপ ভিয়েতনামের দক্ষিণ সীমান্তের কাছে ছিল। এটি খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে ন্যানিউয়ের শাসনের অধীনে ভিয়েতনামের দক্ষিণের দুটি এলাকা কু - চ্যানের কেন্দ্র ছিল ।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Taylor, Keith Weller, "The Birth of Vietnam". University of California Press, 1983. p. 26