মাসুমা জুনায়েদ

ক্রিকেটার

মাসুমা জুনায়েদ আশরাফ ফারোজী নামে পরিচিত মাসুমা জুনায়েদ (ইংরেজি: Masooma Junaid) (জন্ম: ২১ নভেম্বর ১৯৮৯) হলেন একজন পাকিস্তানি আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার যিনি পাকিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। মাসুমা হলেন একজন বাহাতি ব্যাটসমম্যান এবং বাহাতি মিডিয়াম ফাস্ট বোলার।

মাসুমা জুনায়েদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমাসুমা জুনায়েদ আশরাফ ফারোজী
জন্ম (1989-11-21) ২১ নভেম্বর ১৯৮৯ (বয়স ৩৪)
করাচী, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনবাহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনবাহাতি মিডিয়াম ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক২১ এপ্রিল ২০১১ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই২৪ নভেম্বর ২০১১ বনাম দক্ষিণ আফ্রিকা
টি২০আই অভিষেক২৪ এপ্রিল ২০১১ বনাম আয়ারল্যান্ড
শেষ টি২০আই২৯ আগস্ট ২০১২ বনাম বাংলাদেশ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৬/০৭করাচী ওমেন
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ১০
রানের সংখ্যা ৪৫৪
ব্যাটিং গড় ৫.৬৬ ৩৩.৩৩
১০০/৫০ ০/০ ০/২
সর্বোচ্চ রান *
বল করেছে ২৬০ ৫৪
উইকেট
বোলিং গড় ১৯.৮৫ -
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/২৬ ৪/৩৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ১/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১২ ফেব্রুয়ারি ২০১৪

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

একদিনের আন্তর্জাতিক সম্পাদনা

মাসুমার একদিনের আন্তর্জাতিক খেলায় অভিষেক হয় মে ২০০৯ সালে কলম্বোয় শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে।

টি২০ আন্তর্জাতিক সম্পাদনা

মাসুমার ২০১০ সালের চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অংশ ছিলেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা