মায়ের মর্যাদা

২০০২-এর দিলীপ বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র

মায়ের মর্যাদা হচ্ছে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী পারিবারিক প্রণয়ধর্মী-নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন দিলীপ বিশ্বাস এবং জি সিরিজ ও গীতি কথাচিত্রের ব্যানারে প্রযোজনা করেছেন গায়ত্রী বিশ্বাস। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মান্না, শাকিব খান, মৌসুমী, শাবনুর, ববিতা, সোহেল রানা, হুমায়ুন ফরিদী, ডলি জহুর সহ আরোও অনেকে। এটি দিলীপ বিশ্বাস পরিচালিত শেষ চলচ্চিত্র। এটি মান্না, শাকিব খান, মৌসুমী, ও শাবনুর একত্রে অভিনীত প্রথম ও শেষ চলচ্চিত্র।[তথ্যসূত্র প্রয়োজন]

মায়ের মর্যাদা
মায়ের মর্যাদা চলচ্চিত্রের পোস্টার
পরিচালকদিলীপ বিশ্বাস
প্রযোজকগায়ত্রী বিশ্বাস
রচয়িতাদিলীপ বিশ্বাস
শ্রেষ্ঠাংশে
সুরকারইমন সাহা
চিত্রগ্রাহকআবুল খায়ের
সম্পাদকমিন্টু
পরিবেশকজি সিরিজ
গীতি চিত্রকথা
মুক্তি
  • ২০০৬ (2006)
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনি সম্পাদনা

অভিনয় সম্পাদনা

কুশলীব সম্পাদনা

  • পরিচালক: দিলীপ বিশ্বাস
  • প্রযোজক: গায়ত্রী বিশ্বাস ও দেবাশীষ বিশ্বাস
  • কাহিনি: দিলীপ বিশ্বাস
  • স্ক্রিপ্ট: দিলীপ বিশ্বাস
  • সুরকার: ইমন সাহা
  • গীতিকার: কবির বকুল
  • চিত্রগ্রাহক: আবুল খায়ের
  • সম্পাদক: মিন্টু
  • পরিবেশক: গীতি চিত্রকথা

প্রযুক্তিগত বিস্তারিত সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

মায়ের মর্যাদা
কর্তৃক সঙ্গীত
মুক্তির তারিখ২০০৬
ঘরানাচলচ্চিত্র সঙ্গীত
প্রযোজকজি সিরিজ

মায়ের মর্যাদা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইমন সাহা

সঙ্গীত সম্পাদনা

নং.শিরোনামপারফর্মারদৈর্ঘ্য
১."আমায় বান্দা ভেবে"শাকিব খান 
২."মনে মনে এতদিন"শাকিব খানশাবনুর 
৩."অনেক বাঁচতে চাই"মান্নামৌসুমী 
৪."তোমার লাইগা মরতে পারি"মান্নামৌসুমী 

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Humayun Faridee makes his last bow"bdnews24.com। ১৩ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭ 
  2. Shazu, Shah Alam (৩১ আগস্ট ২০১০)। "'I dissolve my woes through acting'"The Daily Star। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭