মায়ের অধিকার (১৯৯৬-এর চলচ্চিত্র)

মায়ের অধিকার হল শিবলি সাদিক পরিচালিত ১৯৯৬ সালের প্রণয়মূলক নাট্যধর্মী চলচ্চিত্র। জামান আখতারের কাহিনি ও সংলাপে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন শিবলি সাদিক। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনাজ,[১] আলমগীর, ববিতা, ফেরদৌসী মজুমদার, ও হুমায়ুন ফরীদি

মায়ের অধিকার
মায়ের অধিকার চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশিবলি সাদিক
প্রযোজকশিবলি সাদিক
রচয়িতাজামান আখতার (সংলাপ)
চিত্রনাট্যকারশিবলি সাদিক
কাহিনিকারজামান আখতার
শ্রেষ্ঠাংশে
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
চিত্রগ্রাহকমাহফুজুর রহমান খান
সম্পাদকমুজিবুর রহমান দুলু
প্রযোজনা
কোম্পানি
রং তুলি কথাচিত্র
মুক্তি
  • ৬ ডিসেম্বর ১৯৯৬ (1996-12-06)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কুশীলব সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

মায়ের অধিকার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন বুলবুল ও মনিরুজ্জামান মনির। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, আগুনকনক চাঁপা

সকল গানের সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."তুই ছাড়া কে আছে আমার"কনক চাঁপা 
২."পিঁপড়া খাবে বড়লোকের ধন"সুবীর নন্দী, এন্ড্রু কিশোর 
৩."তুমি একটা চোর আমি একটা চোর"রুনা লায়লা, এন্ড্রু কিশোর 
৪."পালকিতে চড়াইয়া"সুবীর নন্দী, কনক চাঁপা 
৫."মেয়ে তো নয়রে পাগলি"আগুন,রুনা লায়লা 

তথ্যসূত্র সম্পাদনা

  1. "২৭টি ছবিতে সালমানের নায়িকা ছিলেন যারা"জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা