মাধবতীর্থ

ভারতীয় দার্শনিক

মাধবতীর্থ ছিলেন একজন হিন্দু দার্শনিক, পণ্ডিত এবং মধ্বাচার্য পীঠের তৃতীয় ধর্মগুরু। তিনি ১৩৩৩ থেকে ১৩৫০ সাল পর্যন্ত মধ্বাচার্য পীঠের পদকর্তা হিসেবে নরহরিতীর্থের স্থলাভিষিক্ত হন।[১]

মাধবতীর্থ
ব্যক্তিগত তথ্য
জন্ম
বিষ্ণু শাস্ত্রী

উত্তর কর্ণাটক
মৃত্যু
২৩৫০ খ্রিস্টাব্দ, গুলবার্গার কাছে মান্নুর
ধর্মহিন্দুধর্ম
ক্রমবেদান্ত
দর্শনদ্বৈতবেদান্ত
ধর্মীয় জীবন
গুরুমধ্বাচার্য
পূর্বসূরীনরহরিতীর্থ
উত্তরসূরীঅক্ষোভ্যতীর্থ
শিষ্য

তিনি পরাশর স্মৃতির উপর একটি ভাষ্য লিখেছেন যাকে বলা হয় পরাশর মাধওয়া-বিজয়া। তিনি ঋগ্বেদ, যজুর্বেদসামবেদেরও ভাষ্য করেছেন। তাঁর শিষ্য শ্রী মধুহরিতীর্থ মুলবাগলের কাছে মজ্জিগেনাহল্লি মঠ নামে একটি মঠ প্রতিষ্ঠা করেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sharma 2000, পৃ. 228।
  2. Sharma 2000, পৃ. 229।

উৎস সম্পাদনা

  • Rao, C. R. (১৯৮৪)। Srimat Uttaradi Mutt: Moola Maha Samsthana of Srimadjagadguru Madhvacharya 
  • Sharma, B. N. Krishnamurti (২০০০)। A History of the Dvaita School of Vedānta and Its Literature, Vol 1. 3rd Edition। Motilal Banarsidass (2008 Reprint)। আইএসবিএন 978-8120815759