মাতেউচি পদক পদার্থবিজ্ঞানীদের একটি ইতালীয় পুরস্কার, নামকরণ করা হয় ফোর্লি থেকে আগত কার্লো মাতেউচি এর নামে। এটা প্রতিষ্ঠা করা হয় পদার্থবিদগণের মৌলিক অবদানের জন্য পুরস্কৃত করার জন্য। ইতালীয় রয়াল ডিক্রি অনুসারে ১০ জুলাই ১৮৪০ সালে, ইতালিয়ান সোসাইটি অব সাইন্স এই পুরস্কার প্রতিষ্ঠিত করার জন্য কার্লো মাতেউচির থেকে অনুদান গ্রহণের জন্য অনুমোদিত হয়েছিল।

কার্লো মাতেউচি
মাতেউচি পদকপ্রাপ্ত

উৎস: ইটালিয়ান সোসাইটি অব সায়েন্সেস

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা