মাতৃ উদ্ভিদ হলো যে উদ্ভিদের থেকে কুঁড়ি, কোষ বা শাখা কেটে নিয়ে কলম করা হয়।[১]

নির্বাচন সম্পাদনা

মাতৃ উদ্ভিদ নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।[২]

  1. এটি উন্নত মানের উদ্ভিদ ও রোগ মুক্ত হতে হবে।
  2. দুই একবার ফল বা ফুল হয়েছে এমন বয়সের উদ্ভিদ নির্বাচন করতে হবে।
  3. ১ হতে ২ ফুট দৈর্ঘ্যের হবে। পরিধি হবে ১.৫ cm হতে ২.৫ cm
  4. মাতৃ উদ্ভিদ বৃক্ষের শাখা থেকে নির্বাচন করতে হবে

গুরুত্ব সম্পাদনা

মাতৃ উদ্ভিদের ব্যবহারের ফলে দ্রুত সময়ে গাছ বৃদ্ধি পায় এবং এতে খরচ কম হয়।[২]

ব্যবহার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mother plant"www.cactus-art.biz। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০ 
  2. "What Is A Mother Plant?"Evio Beauty (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২০