মাইকেল ডব্লিউ. ইয়ং

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী
(মাইকেল ডব্লিউ ইয়ং থেকে পুনর্নির্দেশিত)

মাইকেল ডব্লিউ ইয়ং (জন্ম: ২৮ মার্চ, ১৯৪৯) তিন যুগ ধরে নিবেদিত ভাবে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত ঘুমের প্যাটার্ন এবং Drosophila melanogasterএর মাধ্যমে অনিদ্রা নিয়ে গবেষণা করে যাচ্ছেন। তিনি ২০১৭ সালে চিকিৎসা শাস্ত্রে অব্দান স্বরূপ নোবেল পুরস্কার লাভ করেন।[১]

মাইকেল ডব্লিউ ইয়ং
২০১৪ সালে মাইকেল ডব্লিউ ইয়ংCanada Gairdner Awards নেওয়ার সময়
জন্ম২৮মার্চ, ১৯৪৯ (বয়স ৬৮)
মিয়ামি, ফ্লোরিডা
জাতীয়তাআমেরিকান
মাতৃশিক্ষায়তন
টেক্সাস বিশ্ববিদ্যালয়
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন
দ্যা রকেফিলার ইউনিভার্সিট
পরিচিতির কারণসারকাডিয়ানরিদম
পুরস্কার২০১৭ সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রক্রোনোবায়োলজী

তথ্যসূত্র সম্পাদনা

  1. BanglaNews24.com। "চিকিৎসায় নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১০-০২