মহিচাইল ইউনিয়ন

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার একটি ইউনিয়ন

মহিচাইল বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা উপজেলার একটি ইউনিয়ন

মহিচাইল
ইউনিয়ন
৪ নং মহিচাইল ইউনিয়ন পরিষদ
মহিচাইল চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
মহিচাইল
মহিচাইল
মহিচাইল বাংলাদেশ-এ অবস্থিত
মহিচাইল
মহিচাইল
বাংলাদেশে মহিচাইল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৭′৫২″ উত্তর ৯০°৫৫′৪৫″ পূর্ব / ২৩.৪৬৪৪৪° উত্তর ৯০.৯২৯১৭° পূর্ব / 23.46444; 90.92917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাচান্দিনা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআবু মুসা মজুমদার
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

মহিচাইল ইউনিয়নের আয়তন প্রায় ১৪.৮৭ বর্গকিলোমিটার।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় ২৪,৭৭৮ জন।

অবস্থান ও সীমানা সম্পাদনা

চান্দিনা উপজেলার উত্তর-মধ্যাংশে মহিচাইল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে বাতাঘাসী ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে গল্লাই ইউনিয়ন, দক্ষিণে দোল্লাই নবাবপুর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে মাইজখার ইউনিয়ন, পূর্বে বাড়েরা ইউনিয়ন এবং উত্তরে মাধাইয়া ইউনিয়ন অবস্থিত।

মহিচাইল ইউনিয়নে কোনো নদী নেই; তবে সম্পূর্ণ ইউনিয়নজুড়ে বেশ কিছু খাল ও বিল রয়েছে।

ইতিহাস সম্পাদনা

২০০৪ সালের ১৫ এপ্রিল মহিচাইলের ইউনিয়ন পরিষদ ভবন স্থাপিত হয়।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

মহিচাইল ইউনিয়ন চান্দিনা উপজেলার আওতাধীন ৪ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চান্দিনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৫নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৭-এর অংশ।

মহিচাইল ইউনিয়নে মোট ২০টি গ্রাম ও ৭টি মৌজা রয়েছে। ইউনিয়নে মোট হাট ও বাজারের সংখ্যা ৬টি। আবু মুসা মজুমদার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইউনিয়নের গ্রামগুলো হলো: মহিচাইল, বাতাবাড়িয়া, জোরপুকুরিয়া, ঘাটিগড়া, অম্বরপুর, সাওরাতলী, ঝিনাইয়া, মনিপুর, গাবগাছিয়া, হারলদা, পরচঙ্গা, তুয়ারপাড়, বামুটিয়া, বাগমারা, পেরিয়া, নোয়াপাড়া, হাবাতিয়াপাড়, তেতুইয়া, লারারপাড় ও তুলাপুকুরিয়া। ইউনিয়নের হাট-বাজারসমূহ হলো: মহিচাইল বাজার, পরচঙ্গা বাজার, অম্বরপুর বাজার, জামিরাপাড়া বাজার, তেতুইয়া বাজার ও ঘাটিগড়া বাজার।

শিক্ষা সম্পাদনা

২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের শিক্ষার হার প্রায় ৪৯%। ইউনিয়নে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, ৩টি উচ্চ বিদ্যালয়, ৩টি মাদ্রাসা ও ১টি কলেজ (মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ) রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সম্পাদনা

সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • মহিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জোরপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • অম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জামিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পরচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উচ্চ বিদ্যালয়
  • মহিচাইল উচ্চ বিদ্যালয়
  • মহিচাইল জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়
  • অম্বরপুর উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা
  • জামিরাপাড়া মিম হে ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  • মহিচাইল মুগ্গা মাদ্রাসা
  • মহিচাইল দেওয়ালুম মাদ্রাসা
  • অম্বরপুর মাদ্রাসা
  • নিশ্চন্তপুর জামে মাদ্রাসা।

ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদনা

মসজিদ
  • অম্বরপুর পশ্চিম পাড়া ভূইয়া বাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর ছামিরউদ্দিন বাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর কিতাব মিয়ার বাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর সর্দারবাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর গাজী বাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর বাজার জামে মসজিদ
  • পেরিয়া হাজী বাড়ি জামে মসজিদ
  • পেরিয়া খলিফা বাড়ি জামে মসজিদ
  • ঘাটিগড়া পশ্চিম পাড়া জামে মসজিদ
  • ঘাটিগড়া দক্ষিণ পাড়া জামে মসজিদ
  • অম্বরপুর পরেশ ফকির বাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর বারেক হাজী বাড়ি জামে মসজিদ
  • অম্বরপুর জুম্মাবাড়ি জামে মসজিদ
  • মনিপুর জামে মসজিদ
  • পরচঙ্গা সামাদর গাহ জামে মসজিদ
  • পরচঙ্গা বাজার জামে মসজিদ
  • পরচঙ্গা সরকার বাড়ি জামে মসজিদ
  • পরচঙ্গা মুন্সী বাড়ি জামে মসজিদ
  • পরচঙ্গা মোলস্না বাড়ি জামে মসজিদ
  • পরচঙ্গা মিয়া বাড়ি জামে মসজিদ
  • পরচঙ্গা বড় বাড়ি জামে মসজিদ
  • বামুটিয়া খান বাড়ি জামে মসজিদ
  • বামুটিয়া ভূইয়া বাড়ি জামে মসজিদ
  • বামুটিয়া মুন্সী বাড়ি জামে মসজিদ
  • বামুটিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ
  • নিশ্চিমত্মপুর জামে মসজিদ
  • বাতাবাড়িয়া ফকির বাড়ি জামে মসজিদ
  • গাবগাছিয়া জামে মসজিদ
  • মহিচাইল মজুমদার বাড়ি জামে মসজিদ
  • জামিরাপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদ
  • জামিরাপাড়া ভূইয়া বাড়ি জামে মসজিদ
  • জামিরাপাড়া মজুমদার বাড়ি জামে মসজিদ
  • জোড়পুকুরিয়া উত্তরপাড়া জামে মসজিদ
  • জোড়পুকুরিয়া স্কুল সংলগ্ন জামে মসজিদ
  • মহিচাইল এড. কাশেম বাড়ি জামে মসজিদ
  • মহিচাইল হাজী বাড়ি জামে মসজিদ
  • মহিচাইল হতার বাড়ি জামে মসজিদ
  • নোয়াপাড়া জামে মসজিদ
  • মহিচাইল বাজার জামে মসজিদ
  • মহিচাইল মিয়া বাড়ি জামে মসজিদ
  • মহিচাইল ভূইয়া পাড়া জামে মসজিদ
  • মহিচাইল উলুম মাদ্রাসা জামে মসজিদ
  • মহিচাইল দক্ষিণপাড়া হাজী বাড়ি জামে মসজিদ
  • হারালদার জামে মসজিদ
  • ছয়ঘড়িয়ার পাড় জামে মসজিদ
  • বাগমারা জামে মসজিদ
  • তেতুইয়া পশ্চিম পাড়া জামে মসজিদ
  • তেতুইয়া স্কুল সংলগ্ন জামে মসজিদ
  • কৈয়ারপাড় পশ্চিমপাড়া জামে মসজিদ
  • কৈয়ারপাড় পূর্বপাড়া জামে মসজিদ
  • তেতুইয়া কাজী বাড়ি জামে মসজিদ
  • ঝিনাইয়া জামে মসজিদ
  • মহিচাইল আকবর ডিলারের বাড়ির পাশে জামে মসজিদ
মন্দির
  • অম্বরপুর অনিল দাস বাড়ি কালী মন্দির
  • বাতাবাড়িয়া ঠাকুরবাড়ি কালী মন্দির
  • সাওরাতলী কালী মন্দির
  • বাতাবাড়িয়া হরিপদ বাড়ি মন্দির
  • মহিচাইল ডা. প্রাণগোপাল দত্ত বাড়ি কালী মন্দির
  • মহিচাইল বন্ধ বাড়ি কালী মন্দির
  • মহিচাইল পাল বাড়ি মন্দির
  • মহিচাইল আশ্রম বাড়ি দয়াময় মন্দির
  • মহিচাইল করের বাড়ি মন্দির
  • মহিচাইল হালদার বাড়ি মন্দির
  • মহিচাইল সিংহ বাড়ি মন্দির
  • মহিচাইল মালি বাড়ি মন্দির
  • মহিচাইল চিমত্মাহরন ডা. বাড়ি মন্দির
  • নোয়াপাড়া বলরাম মন্দির
  • মহিচাইল দক্ষিণপাড়া পোদ্দার বাড়ি মন্দির
  • নোয়াপাড়া সুশিল ডা. বাড়ি কালী মন্দির
  • মহিচাইল বাজার কালী মন্দির
ঈদগাহ
  • মহিচাইল মাদ্রাসা মাঠ ঈদগাহ
  • ভূইয়া পাড়া ঈদগাহ
  • জামিরা পাড়া ঈদগাহ
  • কাজি পাড়া কেন্দ্রীয় ঈদগাহ
  • বামুটি পাড়া ঈদগাহ
  • পরচংগা শাহী ঈদগাহ
  • ঘাটিগড়া শাহী ইদগাহ
মাজার
  • মহিচাইল কালু শাহার মাজার
কবরস্থান
  • মহিচাইল উ.পাড়া হাজী বাড়ী কবরস্থান
  • জামিরা পাড়া কবরস্থান
  • বামুটি পাড়া কবরস্থান
  • কাজী পাড়া কবরস্থান
  • পরচংগা মুন্সি বাড়ী কবরস্থান
  • গাটিগড়া কোরবান আলী বাড়ী কবরস্থান
  • তেতুইয়া কবরস্থান
  • মনিপুর কবরস্থান।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

চান্দিনা উপজেলা সদর থেকে মহিচাইল ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। ইউনিয়নের যোগাযোগের প্রধান মাধ্যম সিএনজি/রিকশা।

দর্শনীয় স্থান সম্পাদনা

  • মহিচাইল সিংহ জমিদার বাড়ি

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

  1. রেদোয়ান আহমেদ, সংসদ সদস্য
  2. আলী আশরাফ, সাবেক সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার
  3. প্রাণ গোপাল দত্ত, সংসদ সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত প্রখ্যাত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা