মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য

(মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য থেকে পুনর্নির্দেশিত)

মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য হিমালয়ের পাদদেশে তিস্তা এবং মহানন্দা নদীর মাঝখানে অবস্থিত।

মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য
মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের পাখি
মানচিত্র মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্যের অবস্থান দেখাচ্ছে
মানচিত্র মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্যের অবস্থান দেখাচ্ছে
অবস্থানদার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত
নিকটবর্তী শহরশিলিগুড়ি
স্থানাঙ্ক২৬°২৮′৫২″ উত্তর ৮৮°১৫′৫০″ পূর্ব / ২৬.৪৮১° উত্তর ৮৮.২৬৪° পূর্ব / 26.481; 88.264
আয়তন১৫৮ বর্গকিলোমিটার (৬১ বর্গমাইল)
স্থাপিত১৯৭৬
কর্তৃপক্ষভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার

অবস্থান সম্পাদনা

এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। ১৯৪৯ সালে এটি অভয়ারণ্য হিসেবে প্রথম সরকারিভাবে ঘোষিত হয়। এর মোট আয়তন ১২৭ বর্গকিমি। সমগ্র বনাঞ্চলের শতকরা ৬০ ভাগ পার্বত্যভূমি এবং অবশিষ্ট অংশ সমতল। এই অভয়ারণ্যের উচ্চতা ১৫০ মিটার থেকে ১৩০০ মিটার পর্যন্ত।[১]

জীববৈচিত্র্য সম্পাদনা

এখানে এশীয় হাতি, দেশি বন শুকর, সম্বর হরিণ, চিতাবাঘ, পাহাড়ি কালো ভাল্লুকবেঙ্গল টাইগার দেখা যায়।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. কল্যাণ চক্রবর্তী, বিশ্বজিত রায়চৌধুরী, ভারতের বন ও বন্যপ্রাণী, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, ফেব্রুয়ারি, ১৯৯১, কলকাতা, পৃষ্ঠা-১৩৭-১৩৮।