মল্লিকেরবেড় ইউনিয়ন

বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি ইউনিয়ন

মল্লিকেরবেড় ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি ৬৫.৯৬ কিমি২ (২৫.৪৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৩,৩৭০ জন।[২]

মল্লিকেরবেড়
ইউনিয়ন
মল্লিকেরবেড় ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলারামপাল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৬৫.৯৬ বর্গকিমি (২৫.৪৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৩,৩৭০
 • জনঘনত্ব২০০/বর্গকিমি (৫২০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটmollikerbarup.bagerhat.gov.bd

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উওরে- বাগেরহাট সদর উপজেলাধীন ডেমা ইউনিয়ন এর দক্ষিণ পার্শ্বস্ত কলমি দোয়ানিয়া খাল, দক্ষিণে রামপাল উপজেলাধীন ভোজপাতিয়া ইউনিয়নের উওর পার্শ্বস্ত ঘসিয়াখালী খাল, পূর্বে- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলাধীন পশ্চিমের ফয়লা হারা নদী, পশ্চিমে-রামপাল উপজেলাধীন বাঁশতলী ইউনিয়নের পূর্ব পাশের বিসনা নদী।

গ্রামসমূহ সম্পাদনা

  1. মল্লিকেরবেড়
  2. বড় সন্ন্যাসী
  3. মাদারদিয়া
  4. ছোট সন্ন্যাসী
  5. বেতিবুনিয়া।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মল্লিকেরবেড় ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬