মরিস গ্যামেলিন

ফরাসি জেনারেল

মরিস গুসতাভ গ্যামেলিন (২০ সেপ্টেম্বর ১৮৭২ - ১৮ এপ্রিল ১৯৫৮) একজন ফরাসী জেনারেল ছিলেন। গ্যামেলিনকে মনে করা হয় তার ব্যাটেল অব ফ্রান্স (১০ মে-২২ জুন ১৯৪০) এ ব্যর্থ নেতৃত্ব দেওয়ার জন্য। ফরাসী সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল গ্যামেলিন একজন মেধাবী মানুষ ছিলেন।[২]

মরিস গ্যামেলিন
জেনারেল মরিস গ্যামেলিন (১৯৩৬)
জন্ম নামমরিস গুসতাভ গ্যামেলিন
জন্ম(১৮৭২-০৯-২০)২০ সেপ্টেম্বর ১৮৭২
প্যারিস, ফ্রান্স[১]
মৃত্যু১৮ এপ্রিল ১৯৫৮(1958-04-18) (বয়স ৮৫)
প্যারিস, ফ্রান্স
আনুগত্য ফ্রান্স
সেবা/শাখাফরাসী সৈন্যবাহিনী
কার্যকাল১৮৯৩-১৯৪০
পদমর্যাদাজেনারেল
যুদ্ধ/সংগ্রাম
পুরস্কার

সৈনিকজীবন সম্পাদনা

১৮৯১ সালের ৩১ অক্টোবর গ্যামেলিন তার সেনাজীবনে পা রাখেন সেইন্ট সেইরে প্রশিক্ষণ শুরুর মাধ্যমে।[৩] ১৮৯৩ সালে তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রথম হয়ে সেইন্ট সেইর থেকে বের হন। তার কর্মজীবন শুরু হয় তিউনিসিয়াতে অবস্থিত ৩য় রেজিমেন্টে (ফরাসী হাল্কা পদাতিক বাহিনীর একটি রেজিমেন্ট)।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Alexander, Martin S. (১ নভেম্বর ২০০৩)। The Republic in Danger: General Maurice Gamelin and the Politics of French Defence, 1933–1940। Cambridge University Press। পৃষ্ঠা 13। আইএসবিএন 978-0-521-52429-2। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৩ 
  2. William L. Shirer The Collapse of the Third Republic 1969
  3. The Republic in Danger: General Maurice Gamelin and the Politics of French Defence 1933–1940