মনোহরদী পৌরসভা

ঢাকার একটি উপজেলা

মনোহরদী পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্তর্গত একটি পৌরসভা[১][২][৩]

মনোহরদী পৌরসভা
স্থানীয় সরকার
ইতিহাস
শুরু২০০২
নেতৃত্ব
মেয়র
আমিনুর রশিদ সুজন, বাংলাদেশ আওয়ামী লীগ
নির্বাচন
এফপিটিপি
সভাস্থল
মনোহরদী পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
monohardipourashava.gov.bd

অবস্থান ও সীমানা সম্পাদনা

মনোহরদী পৌরসভা মূলত শুকুন্দি এবং চন্দনবাড়ী ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত হয়। এর পশ্চিমে কাপাসিয়া উপজেলা, দক্ষিণ-পূর্বে শুকুন্দি-কাচিকাটা ইউনিয়ন এবং উত্তরে চন্দনবাড়ী ইউনিয়ন ও চালাকচর ইউনিয়নের সীমান্ত রয়েছে। মনোহরদী পৌরসভার প্রাণকেন্দ্র হচ্ছে মনোহরদী বাজার। মনোহরদী বাজার পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

মনোহরদী পৌরসভা পৌরসভা ২০০২ সালে স্থাপিত হয়।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়তন: ৬.৬৬ বর্গ কি.মি.। জনসংখ্যা: ১৭,৭৩০ জন।

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার : ৭০%

শিক্ষা প্রতিষ্ঠান

  • প্রাথমিক বিদ্যালয় সরকারি-০৩টি
  • প্রাথমিক বিদ্যালয়ের বেসরকারি- ০২টি
  • কিন্ডার গার্টেন স্কুল- ০৭টি
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় -০১টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়- ০২টি
  • মহিলা মহাবিদ্যালয় -০১টি
  • ডিগ্রী কলেজ -০১টি
  • ফোরকানিয়া মাদ্রাসা -০১টি
  • মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসা -০২টি

দর্শনীয় স্থান সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান মেয়র - জনাব আমিনুর রশীদ সুজন

মেয়রগণের তালিকা

  • জনাব ডাঃ আব্দুল খালেক
  • জনাব আলফাজ উদ্দিন (প্রয়াত)
  • জনাব আমিনুর রশীদ সুজন

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "একনজরে মনোহরদী পৌরসভার তথ্যাদিঃ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  2. "মনোহরদী পৌরসভা"BDMayor। ৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  3. "নরসিংদী জেলার পৌরসভাসমূহ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০