মনজুর আহমদ চিনিওটি

পাকিস্তানি ইসলামি পন্ডিত ও রাজনীতিবিদ

মাওলানা মনজুর আহমদ চিনিওটি (উর্দু ; مولانا منظور احمد چنیوٹی) (৩১ ডিসেম্বর ১৯৩১ – ২৭ জুন ২০০৪) ছিলেন একজন পাকিস্তানি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ ও লেখক। [১]


মনজুর আহমদ চিনিওটি
مولانا منظور احمد چنیوٹی
বক্তব্য প্রদান রত অবস্থায় মাওলানা চিনিওটি
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৯৩১-১২-৩১)৩১ ডিসেম্বর ১৯৩১
মৃত্যু২৭ জুন ২০০৪(2004-06-27) (বয়স ৭২)
শরিফ মেডিকেল কমপ্লেক্স
মৃত্যুর কারণকিডনিতে ব্যধি
ধর্মইসলাম
জাতীয়তা পাকিস্তান
সন্তানইলিয়াস চিনিওটি
পিতামাতা
  • হাজী আহমদ বখশ (পিতা)
আখ্যাসুন্নি
আন্দোলনখতমে নবুয়ত
যেখানের শিক্ষার্থীসিন্ধ মাদ্রাসাতুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জামিয়া তালিমুল কুরআন রাওয়ালপিন্ডি
সদস্য: পাঞ্জাব প্রাদেশিক পরিষদ
কাজের মেয়াদ
১৯৮৫ – ১৯৮৮
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯০
কাজের মেয়াদ
১৯৯৭ – ১৯৯৯
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলজমিয়ত উলামায়ে ইসলাম
জীবিকাইসলামি পণ্ডিত
রাজনীতিবিদ
লেখক
প্রতিষ্ঠানজামিয়া আরাবিয়া চিনিওট
জামিয়াতুল মদিনা
এর প্রতিষ্ঠাতাজামিয়া আরাবিয়া চিনিওট
ইদারা মারকাজিয়া দাওয়াত ও ইরশাদ

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

মনজুর আহমদ চিনিওটি সিন্ধ মাদরাসাতুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং জামিয়া তালিমুল কুরআন রাওয়ালপিন্ডি থেকে পড়াশোনা করেছেন। তিনি জামিয়া আরাবিয়া চিনিওট প্রতিষ্ঠা করেন। [২]

রাজনৈতিক সম্পাদনা

তিনি তার নিজের শহরে কাউন্সিলর হয়েছিলেন এবং ১৯৯৩ সালে চিনিওট পৌর কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৮৫, ১৯৮৮ এবং ১৯৯৭ সালে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছিলেন। [২][৩]

তিনি আন্তর্জাতিক খতমে নবুওত আন্দোলনের কেন্দ্রীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন। [২]

তিনি জামিয়াতুল-মদীনায় ভিজিটিং প্রফেসরের দায়িত্বও পালন করেছেন। [২]

মৃত্যু সম্পাদনা

তিনি ২৭ জুন ২০০৪ সালে মারা যান। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. امجد عثمانی। "یہ ہیں مولانا منظور احمد چنیوٹی .......!!!!"। dailypakistan.com.pk। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  2. "CHINIOT: Maulana Chinioti passes away"। dawn.com। ২৮ জুন ২০০৪। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  3. "PTI vs PML-N: Tough competition ahead"। nation.com.pk। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  4. علی سلمان (২৮ জুন ২০০৪)। "مولانا منظور احمد چنیوٹی چل بسے"। bbc.com। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০