মধুমতি এক্সপ্রেস

বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন পরিষেবা

মধুমতি এক্সপ্রেস (ট্রেন নাম্বার- ৭৫৫/৭৫৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন। ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এর সদর দপ্তর ও বাংলাদেশের উত্তরবঙ্গের বড় শহর রাজশাহী থেকে ভাঙ্গা ও পদ্মা সেতু দিয়ে রাজধানী ঢাকা রুটে চলাচল করে।[১] এটি উদ্বোধন করা হয় ১৫ই আগস্ট ২০০৩ সালে যা সেই সময় রাজশাহী-গোয়ালন্দ ঘাট রুটে চলাচল করতো। যা পরবর্তী সময়ে ২০২০ সালের ৩০ অক্টোবর থেকে রুট পরিবর্তন করে ভাঙ্গা রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১ ডিসেম্বর তা ঢাকা পর্যন্ত বর্ধিত করা হয়। এটি রাজশাহী - ঢাকা রুটের পঞ্চম ট্রেন হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আমদানি করা "পিটি ইনকা ২০১৬" নিয়ে রাজশাহী ও ঢাকার মঝে পদ্মা সেতু হয়ে চলাচল করছে।

মধুমতি এক্সপ্রেস
মধুমতি এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাপরিচালিত হচ্ছে
প্রথম পরিষেবা১৫ আগস্ট ২০০৩; ২০ বছর আগে (15 August 2003)
বর্তমান পরিচালকপশ্চিমাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুরাজশাহী রেলওয়ে স্টেশন
বিরতি২০ টি
শেষকমলাপুর রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়৭ ঘন্টা ৪০ মিনিট
পরিষেবার হারসপ্তাহে ৬ দিন। (বৃহস্পতিবার বন্ধ)
রেল নং৭৫৫/৭৫৬
যাত্রাপথের সেবা
শ্রেণীশোভন চেয়ার,প্রথম সীট,স্নিগ্ধা তাপানুকূল চেয়ার
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধানেই
মালপত্রের সুবিধানেই
কারিগরি
গাড়িসম্ভার
  • আমেরিকার ৬৬০০ সিরিজের লোকোমোটিভ বা ভারতের ৬৫০০ সিরিজের লোকোমোটিভ
  • প্রথম সীট কোচ ১ টি
  • এসি চেয়ার কোচ ১ টি
  • নন এসি চেয়ার কোচ ৭ টি
  • পাওয়ার কার কোচ ১ টি
  • গার্ডব্রেক এবং খাবার গাড়ি কোচ ২ টি
  • গাড়ির মোট লোড ১২/২৪
ট্র্যাক গেজব্রডগেজ
পরিচালন গতি৮০-১০০-৮৫-১১৫-১০০

সময়সূচী সম্পাদনা

ট্রেন

নং

উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক

ছুটি

৭৫৫ ঢাকা ১৫:০০ রাজশাহী ২২:৪০ বৃহস্পতিবার
৭৫৬ রাজশাহী ০৬:৪০ ঢাকা ১৪:০০ বৃহস্পতিবার

যাত্রাবিরতি সম্পাদনা

অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি অনির্দিষ্টকাল পর্যন্ত কার্যকর। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ তথ্যাদি জানা যেতে পারে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা